Advertisment

বিমান নামার অনুমতি নেই, আজ ত্রিপুরা যাওয়া হল না অভিষেকের

সায়নী ঘোষের গ্রেফতারি এবং কর্মীদের উপর হামলার অভিযোগে দিল্লি যাচ্ছেন তৃণমূল সাংসদরা।

author-image
IE Bangla Web Desk
New Update
abhishek banerjee wants elections to stop during corona

অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিমান অবতরণের জটিলতার কারণে আজ রাতে ত্রিপুরায় যাওয়া হল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, আজ নয়, তার পরিবর্তে আগামিকাল ত্রিপুরায় যাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, সোমবার পুরভোটের প্রচারসভা করবেন তিনি। এদিকে, সূত্রের খবর, ত্রিপুরা নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সময় চেয়েছেন অভিষেক।

Advertisment

প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে সন্ধে সাতটার পর এয়ারপোর্টে বিমান ওঠা-নামা বন্ধ থাকে। সেই তালিকায় রয়েছে আগরতলা বিমানবন্দরও। সাতটার আগে পৌঁছতে পারেননি অভিষেক। তার পরিবর্তে রাত আটটার বিমানে আগরতলায় যেতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত অনুমতি দেওয়া হয়নি। ফলে আজ, রবিবার বাতিল হল অভিষেকের ত্রিপুরা সফর।

আজ, সন্ধেয় তিনি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ মারফত জানতে পারেন, নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় আগরতলা বিমানবন্দরে আজ নামার অনুমতি পাবেন না তিনি। প্রসঙ্গত, আজ আগরতলা থানা তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে গ্রেফতার করার পর ত্রিপুরা যাওয়ার সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন ‘দিল্লির পথে TMC সাংসদরা, এবার চোখে চোখ রেখে লড়াই’, সায়নী-কাণ্ডে সরব ডেরেক

উল্লেখ্য, আজ সকালে আগরতলার একটি হোটেলে হানা দেয় পুলিশ। সায়নী ঘোষকে থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেন কুণাল ঘোষ। সায়নীকে থানায় নিয়ে যাওয়ার নোটিস দেখতে চান কুণাল। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি হয় কুণাল ঘোষের। পুলিশের অভিযোগ, মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা চলাকালীন বিজেপি সমর্থকদের উত্যক্ত করেন সায়নী। যদিও পুলিশের সেই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন সায়নী ঘোষ-সহ তৃণমূল নেতৃত্ব। শেষমেশ গ্রেফতার করা হয়েছে সায়নী ঘোষকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

abhishek banerjee tmc bjp tripura
Advertisment