Advertisment

যোগীর বিরুদ্ধে বিহারের আদালতে মামলা, 'আব্বাজান' মন্তব্যের জের

যোগীর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও একটি বিশেষ ধর্মীয়ভাবেগে আঘাতের চেষ্টা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Petition filed in Bihar court over UP CM Yogis Abba Abba Jaan barb

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথের বিরুদ্ধে মুজফ্ফুরে মামলা দায়ের হল। রবিবার কুশীনগরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর 'আব্বাজান' মন্তব্য গিরে বিতর্ক তৈরি হয়। যোগীর মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত ও একটি বিশেষ ধর্মীয়ভাবেগে আঘাতের চেষ্টা বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

Advertisment

কী বলেছিলেন যোগী?

পরের বছরই উত্তরপ্রদেশে ভোট। এখন থেকেই আবহাওয়া গরম হচ্ছে। রবিবার কুশীলগরে এক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতিতে পরিবারতন্ত্র, ধর্মীয় তোষণ নিয়ে কংগ্রেস, সপা ও বিএসপিকে নিশানা করেন। বলেন, 'আগে তুষ্টিকরণের রাজনীতি হল। ফলে উন্নয়ন হয়নি। হিংসা, সন্ত্রাস, অত্যাচাক, দুর্নীতিতে ভরে গিয়েছিল উত্তরপ্রদেশ। কিন্তু, ২০১৭ সালের পর থেকে অবস্থার বদল ঘটেছে। আগে কী আপনারা রেশনের চাল পেতেন? এখন পান। কারণ আগে যাঁরা আব্বাজান বলতেন তাঁরাই সব হজম করতেন। কুশীনগরের বরাদ্দ রেশনের চাল বাংলাদেশ, নেপালে চলে যেত। এখন তা করলে জেলে যেতে হয়। আগে আব্বজান বলা লোকেরাই গরিবের চাকরি লুঠ করত। বিজেপি সরকার গত চার বছরের ৪ লক্ষ যুবককে চাকরি দিয়েছে।'

উত্তরপ্রদেশের এই মন্তব্যের পরই বিতর্ক মাথাচাড় দেয়। ধর্মীয়ভাবাবেগে আঘাত বলে তোপ দাগে নানা মহল। সোমবার কুশীনগরের সভায় বিতর্কিত মন্তব্যের জেরে বিহারের মুজফ্ফরনগরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলার আবেদন জানান সামাজিক অধিকার আন্দোলনের কর্মী তামান্না হাসমি।

এই প্রথম নয়, এর আগে নানা কারণে একাধিক রাজনৈতিক নেতার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তামান্না।

Read in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

uttar pradesh yogi adityanath bihar
Advertisment