Advertisment

আকাশছোঁয়া জ্বালানি, দাম কমানোর উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ

ইতিমধ্যেই সাত জেলায় ডিজেল সেঞ্চুরি পার। কলকাতায় ডিজেল লিটারে ১০০ ছুঁইছুঁই।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol and Diesel should be included in GST, says Dilip Ghosh

পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে অবিজেপি রাজ্যগুলিকে 'পরামর্শ' দিলীপ ঘোষের।

আকাশছোঁয়া জ্বালানি। পেট্রোল-ডিজেলের লাগাতার দাম-বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করে চলেছে বিরোধী দলগুলি। এরাজ্যের শাসকদল তৃণমূলও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে চলেছে। এবার অ-বিজেপি দলগুলিকে জবাব দিলীপ ঘোষের। পেট্রোল-ডিজেলের দাম কমানোর উপায়ও বাতলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সোমবার তাঁর যুক্তি 'পেট্রোল-ডিজেলে বেশি পয়সাও নিচ্ছে আবার চেঁচাচ্ছে। পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে গোটা দেশেই এক দাম হবে।'

Advertisment

পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি। পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে বহু আগেই। এবার সাত জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার ডিজেল। শহর কলকাতাতেও ১০০ ছুঁইছুঁই পেট্রোল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার অ-বিজেপি দলগুলি। রাজ্যে-রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

এরাজ্যেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে রবিবার অভিনব কায়দায় প্রতিবাদ দেখেছে শহর কলকাতা। বাস ও মিনিবাস মালিকরা দড়ি দিয়ে বাস টেনে প্রতিবাদ দেখিয়েছেন। অন্যদিকে, তৃণমূলও পথে নেমে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেছে জোড়াফুল।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে রাজ্যগুলিকে জিএসটি-র সাহায্য নিতে পরামর্শ দিয়েছে কেন্দ্র। সেই প্রসঙ্গেই এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ। পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলেই দাম কমবে বলে মনে করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, 'পেট্রোল-ডিজেলে বেশি পয়সাও নিচ্ছে আবার চেঁচাচ্ছে। পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে গোটা দেশেই এক দাম হবে। অবিজেপি রাজ্যগুলি রাজি থাকলে পেট্রোল-ডিজেলে জিএসটি চালু করে সমস্যা সমাধানের পথ জানিয়েছে কেন্দ্র।'

আরও পড়ুন- করোনা-স্বস্তি, দৈনিক সংক্রমণ নিম্নমুখী, আরও কমল অ্যাক্টিভ কেস

এরই পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে দাম কমবে। কিন্তু এই রাজ্যই তো এব্যাপারে জিএসটি-র আওতায় আসতে চায় না।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

GST Petrol-Diesel price Hike dilip ghosh bjp tmc
Advertisment