আকাশছোঁয়া জ্বালানি, দাম কমানোর উপায় বাতলে দিলেন দিলীপ ঘোষ

ইতিমধ্যেই সাত জেলায় ডিজেল সেঞ্চুরি পার। কলকাতায় ডিজেল লিটারে ১০০ ছুঁইছুঁই।

ইতিমধ্যেই সাত জেলায় ডিজেল সেঞ্চুরি পার। কলকাতায় ডিজেল লিটারে ১০০ ছুঁইছুঁই।

author-image
IE Bangla Web Desk
New Update
Petrol and Diesel should be included in GST, says Dilip Ghosh

পেট্রোল-ডিজেলের দাম নিয়ন্ত্রণে অবিজেপি রাজ্যগুলিকে 'পরামর্শ' দিলীপ ঘোষের।

আকাশছোঁয়া জ্বালানি। পেট্রোল-ডিজেলের লাগাতার দাম-বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে নিশানা করে চলেছে বিরোধী দলগুলি। এরাজ্যের শাসকদল তৃণমূলও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে চলেছে। এবার অ-বিজেপি দলগুলিকে জবাব দিলীপ ঘোষের। পেট্রোল-ডিজেলের দাম কমানোর উপায়ও বাতলে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। সোমবার তাঁর যুক্তি 'পেট্রোল-ডিজেলে বেশি পয়সাও নিচ্ছে আবার চেঁচাচ্ছে। পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে গোটা দেশেই এক দাম হবে।'

Advertisment

পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি। পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে বহু আগেই। এবার সাত জেলায় ইতিমধ্যেই সেঞ্চুরি পার ডিজেল। শহর কলকাতাতেও ১০০ ছুঁইছুঁই পেট্রোল। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোচ্চার অ-বিজেপি দলগুলি। রাজ্যে-রাজ্যে চলছে প্রতিবাদ-বিক্ষোভ।

এরাজ্যেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে রবিবার অভিনব কায়দায় প্রতিবাদ দেখেছে শহর কলকাতা। বাস ও মিনিবাস মালিকরা দড়ি দিয়ে বাস টেনে প্রতিবাদ দেখিয়েছেন। অন্যদিকে, তৃণমূলও পথে নেমে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করেছে জোড়াফুল।

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে রাজ্যগুলিকে জিএসটি-র সাহায্য নিতে পরামর্শ দিয়েছে কেন্দ্র। সেই প্রসঙ্গেই এদিন মুখ খুলেছেন দিলীপ ঘোষ। পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলেই দাম কমবে বলে মনে করেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, 'পেট্রোল-ডিজেলে বেশি পয়সাও নিচ্ছে আবার চেঁচাচ্ছে। পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে গোটা দেশেই এক দাম হবে। অবিজেপি রাজ্যগুলি রাজি থাকলে পেট্রোল-ডিজেলে জিএসটি চালু করে সমস্যা সমাধানের পথ জানিয়েছে কেন্দ্র।'

Advertisment

আরও পড়ুন- করোনা-স্বস্তি, দৈনিক সংক্রমণ নিম্নমুখী, আরও কমল অ্যাক্টিভ কেস

এরই পাশাপাশি পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি তৃণমূলের প্রতিবাদ কর্মসূচিকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, 'পেট্রোল-ডিজেল জিএসটি-র আওতায় এলে দাম কমবে। কিন্তু এই রাজ্যই তো এব্যাপারে জিএসটি-র আওতায় আসতে চায় না।'

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc bjp dilip ghosh GST Petrol-Diesel price Hike