Advertisment

মোদি সরকার জ্বালানি লুঠ করছে: কংগ্রেস

এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। মোদি বাহিনী ‘জ্বালানি লুঠ’ করছে বলে কটাক্ষ করলেন দলের মুখপাত্র।

author-image
IE Bangla Web Desk
New Update
randeep singh surjewala, রণদীপ সিং সুরজেওয়ালা

রণদীপ সিং সুরজেওয়ালা। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস

আবারও পেট্রোল-ডিজেলের জন্য পকেটে টান পড়ছে আম আদমির। আবারও বাজারে চড়া পেট্রোল, ডিজেল। এবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়াল কংগ্রেস। মোদি বাহিনী ‘জ্বালানি লুঠ’ করছে বলে কটাক্ষ করল কংগ্রেস। পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া দামবৃদ্ধি নিয়ে কংগ্রেসের তরফে অভিযোগ করা হয় যে, জ্বালানির উপর কর চাপিয়ে তা থেকে মোদি সরকার ১১ লক্ষ কোটিরও বেশি টাকা লাভ করছে।

Advertisment

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে এদিন মোদি সরকারকে বিঁধে এক বিবৃতিতে কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন যে, মোদি সরকার বিশাল করের বোঝা চাপানোতেই জ্বালানি এত চড়া হচ্ছে। একইসঙ্গে বলা হয় যে, জ্বালানির উপর কর চাপিয়ে তা থেকে ১১ লক্ষ কোটিরও বেশি টাকা লাভ করছে সরকার। কংগ্রেসের তরফে এও বলা হয় যে, পেট্রোল-ডিজেলের দাম বাড়ায়, সাধারণ মানুষ, মধ্যবিত্ত ও কৃষকরা সমস্যায় পড়ছেন।

আরও পড়ুন,ডিজেলের দাম বেড়ে রেকর্ড ছুঁল, পিছিয়ে নেই পেট্রোলও

এদিনে জ্বালানির দাম বৃদ্ধি প্রসঙ্গে বলতে গিয়ে রণদীপ সুরজেওয়ালা বলেন, "মোদি সরকার যেভাবে জ্বালানি লুঠ করছে, তাতে দেশের মানুষ কখনই ভুলবেন না বা ক্ষমা করবেন না। আসন্ন নির্বাচনে তাঁরা বিজেপিকে যোগ্য জবাব দেবেন।"

শুক্রবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছুঁয়েছে ৮১.২৩ টাকা। শহরে লিটার প্রতি ডিজেলের দাম এখন ৭২.৭৮ টাকা। পাশাপাশি দিল্লিতে ডিজেলের দাম ২৮ পয়সা বেড়ে দাঁড়িয়েছে লিটার পিছু ৭০.২১ টাকা। মুম্বইয়ে প্রতি লিটারে ৩০ পয়সা বেড়ে দাম হয়েছে ৭৪.৫৪ টাকা। গতকাল থেকে দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ছিল ৭৮.৫২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৫.৯৩ টাকা।

Petrol price CONGRESS bjp petrol diesel price national news
Advertisment