আরও চড়া পেট্রোল-ডিজেল, মোদিকে চ্যালেঞ্জ রাহুলের

পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে, না হলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করবে কংগ্রেস নেতৃত্ব। ট্যুইটারে মোদিকে সরাসরি এমন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি।

পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে, না হলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করবে কংগ্রেস নেতৃত্ব। ট্যুইটারে মোদিকে সরাসরি এমন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি।

author-image
IE Bangla Web Desk
New Update
fuel price hike

শুক্রবার সকাল থেকে ঊর্ধ্বমুখী পেট্রোল, ডিজেল। ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।

যত দিন এগোচ্ছে, ততই চড়া হচ্ছে পেট্রোল-ডিজেলের দাম। গত ক’দিন ধরে জ্বালানির এই মূল্যবৃদ্ধি নিয়ে শাসক-বিরোধী দ্বন্দ্বে উত্তাপ ছড়িয়েছে রাজনীতির ময়দানে। এবার পেট্রোল-ডিজেল নিয়ে মোদি সরকারের উপর চাপ সৃষ্টির কাজ শুরু করে দিলেন রাহুল গান্ধী। অবিলম্বে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হবে, না হলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি করবে কংগ্রেস নেতৃত্ব। ট্যুইটারে মোদিকে সরাসরি এমন হুঁশিয়ারিই দিয়েছেন কংগ্রেস সভাপতি। শুধু হুঁশিয়ারিই নয়, জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে মোদিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রাহুল। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ফিটনেস চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করা নিয়ে মোদিকে কার্যত কটাক্ষের ভঙ্গিমায় এদিন ট্যুইট করেছেন রাহুল। কিছুদিন আগেই প্রধানমন্ত্রীকে ফিটনেস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মেন ইন ব্লু-র ক্যাপ্টেন। এরপরই কোহলির সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে পাল্টা ট্যুইট করেছিলেন মোদি। এদিন ওই ট্যুইটের প্রসঙ্গ টেনে মোদিকে খোঁচা দেন রাহুল।

Advertisment

Advertisment

আরও পড়ুন, সরকার চাইলে ২৫ টাকা প্রতি লিটার দাম কমতে পারে পেট্রোলের, বলছেন চিদাম্বরম

বৃহস্পতিবারও পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে বৈকি কমেনি। এদিন মুম্বইয়ে পেট্রোলের দাম লিটার প্রতি ৮৫.২৯ টাকা। রাজধানীতে লিটার প্রতি পেট্রোলের দাম ঠেকেছে ৭৭.৪৭ টাকায়। অন্যদিকে ডিজেলের দামও উর্ধ্বমুখী। দিল্লিতে লিটার প্রতি ডিজেলের দাম ৬৮.৫৩ টাকা ও মুম্বইয়ে যে দাম ঠেকেছে ৭২.৯৬ টাকা।

PM Narendra Modi rahul gandhi Petrol diesel