Advertisment

Mission Indradhanush: শিশুদের জীবন নিয়ে ছেলেখেলা! মোদী সরকারের বিরুদ্ধে বোমা ফাটালেন খাড়গে

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'মিশন ইন্দ্রধনুষ' কর্মসূচির অধীনে টিকাদানের সাফল্য নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
mallikarjun kharge PM Modi children vaccine

কংগ্রেস নেতা যোগ করেছেন: "শুধু এটিই নয়, মিডিয়া রিপোর্টের মাধ্যমে প্রকাশ করা কোভিড অনাথ শিশুদের জন্য পদমর্যাদার উদাসীনতা এবং স্পষ্ট অবজ্ঞা দেখায়, এই ধরনের শিশুদের সহায়তার জন্য প্রায় 50% আবেদন PMCARES ফান্ড দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল, কোন কারণ ছাড়াই!" (ফাইল)

Mission Indradhanush: প্রশ্নের মুখে মোদী সরকারের 'মিশন ইন্দ্রধনুষ'। মারাত্মক অভিযোগে তোলপাড় ফেললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি মোদী সরকারকে নিশানা করে তিনি বলেছেন, এই ধরণের প্রকল্প চালিয়ে নিয়ে যাওয়া স্রেফ মোদীর লোকদেখানো এক কর্মসূচী'।

Advertisment

কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে 'মিশন ইন্দ্রধনুষ' কর্মসূচির অধীনে টিকাদানের সাফল্য নিয়ে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। খাড়গে মোদীকে কটাক্ষ করে বলেছিলেন যে 'পিএম কেয়ার' শুধুমাত্র লোকদেখানো। যে একটি 'গুরুতর পাপ' বলে অভিহিত করেন রাজ্যসভার বিরোধী দল নেতা। খাড়গে দাবি করেছেন, ২০২৩ সালে, ১৬ লক্ষ শিশুকে ডিপথেরিয়া, টিটেনাস, হুপিং কাশি এবং হামের টিকা দেওয়া হয়নি।

তিনি টুইটারে লিখেছেন, লক্ষাধিক শিশুকে টিকা না দিয়ে মোদী সরকার বড় পাপ করেছে। মূল্যবান জীবনের ক্ষতি করেছেন মোদী সরকার। টিকাদানে ভারতের যে শক্তিশালী ভিত্তি কংগ্রেস তৈরি করেছিল মোদী সরকার নির্লজ্জভাবে নষ্ট করেছে।

তিনি আরও লিখেছেন যে শুধু এটিই নয়, মিডিয়া রিপোর্টে প্রকাশিত কোভিড অনাথ শিশুদের প্রতি নির্লজ্জ উদাসীনতা এবং সম্পূর্ণ অবহেলা দেখিয়েছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। শিশুদের সহায়তার জন্য প্রায় ৫০ শতাংশ আবেদন কোনও কারণ ছাড়াই প্রত্যাখ্যান করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন - < বাংলাদেশে লাগাতার ছাত্র বিক্ষোভের নেপথ্যের কারণ কী? >

তিনি বলেছিলেন যে ভারতের টিকাকরণ কর্মসূচি, ১৯৮৫ সালে শুরু হয়েছিল। পাশাপাশি এটি বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য কর্মসূচি। ২৫ ডিসেম্বর ২০১৪ এ মিশন ইন্দ্রধনুষ চালু করে তৎকালীন কেন্দ্রীয় সরকার।

modi Mallikarjun Kharge
Advertisment