Advertisment

আইনের প্রতিবাদ, দশেরায় মোদীর কুশপুতুল দাহ করবেন কৃষকরা

নতুন কৃষি আইনকে কেন্দ্র করে কৃষকদের রোষানলে কেন্দ্র। চলছে প্রতিবাদ। হরিয়ানা, পাঞ্জাবে রাস্তায় অবস্থান আন্দোলন, টোল প্লাজা বন্ধ করে দিয়ে আন্দোলনে কৃষকদের একাধিক সংগঠন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দশেরায় এবার প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করবেন কৃষকরা। ঘোষণা করেছে কৃষকদের সংগঠন ভারতীয় কিষাণ ইউনিয়ান। বিজেপি শাসিত হরিয়ানাতেই হবে এই কর্মসূচি। সংগঠনের সভাপতি গুরনাম সিংয়ের নির্দেশ, দশেরায় (২৫ অক্টোবর) পাঞ্জাবের প্রতিটি বল্কে দুপুর একটার সময় মোদীর কুশপুতুল দাহ হবে।

Advertisment

নতুন কৃষি আইনকে কেন্দ্র করে কৃষকদের রোষানলে কেন্দ্র। চলছে প্রতিবাদ। হরিয়ানা, পাঞ্জাবে রাস্তায় অবস্থান আন্দোলন, টোল প্লাজা বন্ধ করে দিয়ে আন্দোলনে কৃষকদের একাধিক সংগঠন। আইন প্রত্যাহারের দাবিতে সরব কৃষকরা। তার মাঝেই প্রতিবাদের হাতিয়ার হতে চলেছে প্রধানমন্ত্রীর কুশপুতুল দাহ কর্মসূচি।

'কুশপুতুলে সেই সব নেতার ছবি থাকবে যাঁরা কৃষক বিরোধী আইনের সমর্থক।' জানিয়েছেন ভারতীয় কিষাণ ইউনিয়ানের সভাপতি গুরনাম সিং। তাঁর এই কথাই রেকর্ড করে কৃষকদের শোনানো হচ্ছে। সংগঠনের কার্যকরী সভাপতি করমসিং মাথানা বলেছেন, 'কালা আইনের বিপক্ষে বিরক্তি প্রকাশ করতে চায় কৃষকরা। নতুন আইনের ফলে চাষীর জমি কর্পোরেটদের হাতে চলে যাবে বলে আমাদের আশঙ্কা।'

কৃষক আইন ঘিরে ক্ষোভ-বিক্ষোভ চরমে। হরিয়ানায় বিজেপির জোট সঙ্গী জেজেপির বিধায়ক দেবেন্দ্র সিং বাবলি ফাতেহাবাদ জেলার এক মাণ্ডিতে যেতে গেলে তাঁকে কালো পতাকা দেখানো হয়। দিঘলের কাছে বিজেপি নেতৃত্ব আইনের সমর্থনে ট্র্যাক্টর ব়্যালি করলে সেখানেও কালো পতাকা প্রদর্শন করেন আন্দোলনকারীরা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment