মোদী কী দেবতা? প্রশ্ন তুললেন খাড়গে…! উত্তাল সংসদে মণিপুর নিয়ে বিতর্ক অব্যাহত। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে আজ মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি "ভগবান" যে তিনি সংসদে আসতে পারছেন না। তিনি তো দেবতা নন"। এর আগে বুধবার মণিপুর ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘যারা মণিপুরকে ভাগ করছেন তারা এক ভারত-শ্রেষ্ঠ ভারতের কথা বলছেন’। প্রবল হট্টোগোলের জেরে দুপুর ২ টো পর্যন্ত মুলতুবি করা হয় রাজ্যসভার অধিবেশন।
গত দু’দিন ধরে, মণিপুর লোকসভা বিরোধী ইন্ডিয়া জোট এবং বিজেপি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) এর মধ্যে মতবিরোধ চলে। বুধবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী হিংসা-কবলিত মণিপুর এবং দেশে আগুন লাগানোর অভিযোগ এনে প্রধানমন্ত্রী মোদী এবং ক্ষমতাসীন বিজেপি সরকারের উপর তীব্র আক্রমণ করেন। গভীর রাতে, মণিপুরে ‘ভারত মাতা’ সম্পর্কিত তার মন্তব্য রেকর্ড থেকে মুছে ফেলা হয়। এমন সিদ্ধান্তকে কংগ্রেস "ঘোর অন্যায়" বলে অভিহিত করে, সংসদকে "অসম্মানিত" করার অভিযোগ এনেছেন।
আজ অনাস্থা প্রস্তাবের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুই দিন ধরে বিরোধীদের আনা সকল অভিযোগের জবাব দেবেন। মণিপুর হিংসা নিয়ে বিরোধীরা মোদী সরকারের কাছে একাধিক প্রশ্ন উত্থাপন করেছে। এর আগে বুধবার, লোকসভায় আলোচনার সময়, রাহুল গান্ধী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুর নিয়ে তাদের নিজ নিজ যুক্তি উপস্থাপন করেন। এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেছেন।
আজ লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে বিরোধীদের সব অভিযোগের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিকেল ৪টেয় লোকসভায় বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী মোদী। এখন সকলের চোখ অনাস্থা প্রস্তাবের চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় প্রধানমন্ত্রীর ভাষণের দিকে।