Advertisment

Rahul Gandhi On Modi: জাত নিয়ে মিথ্যা বলছেন মোদী, মারাত্মক অভিযোগ রাহুলের

মোদীর বিরুদ্ধে রাহুলের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi says PM Modi was not born in the OBC category He was born Teli caste , P

মোদীর বিরুদ্ধে রাহুলের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।

গতকালই রাজ্য সভায় দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া নিশানা করেন মোদী। সংরক্ষণ সহ একাধিক ইস্যুতে দেশের গ্রাণ্ড ওল্ড পার্টির বিরুদ্ধে সবর হন প্রধানমন্ত্রী। এবার লোকসভা ভোটের আগেই মোদী সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন ভারত জোড়ো ন্যায় যাত্রা চলাকালীন রাহুল গান্ধী বলেন, 'প্রধানমন্ত্রী মোদী তাঁর জাত নিয়ে মিথ্যা বলেছেন, তিনি সাধারণ শ্রেণির, ওবিসি নয়'। মোদীর বিরুদ্ধে রাহুলের গুরুতর অভিযোগকে কেন্দ্র করে রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে।

Advertisment

'নেহেরু ছিলেন সংরক্ষণ বিরোধী'। গতকাল রাজ্যসভায় দাঁড়িয়ে কংগ্রেসকে সংরক্ষণ ইস্যু নিয়ে ভয়ঙ্কর নিশানা করেন প্রধানমন্ত্রী মোদী। ঠিক তার ২৪ ঘন্টা পার হতে না হতেই মোদীর বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এবার জাত নিয়ে মিথ্যা বলারও অভিযোগ সামনে আনেন রাহুল।

আরও পড়ুন: < Congress On Modi: ভোটের আগেই মোদী সরকারের কুকীর্তি ফাঁস, প্যাঁচে বিজেপি, শ্বেতপত্রের জবাবে কৃষ্ণপত্র প্রকাশ কংগ্রেসের >

বৃহস্পতিবার ভারত জোড়ো ন্যায় যাত্রার সময় ভাষণ দিতে গিয়ে, রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার জাত নিয়ে মিথ্যা বলার জন্য অভিযুক্ত করেন। তিনি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী সাধারণ শ্রেণীর, অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) থেকে নয়। তিনি সবসময় মিথ্যা বলেছেন। রাহুল গান্ধী বলেন, 'প্রধানমন্ত্রী মোদি ওবিসি ক্যাটাগরিতে জন্মগ্রহণ করেননি। তিনি গুজরাটে তেলি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। এই সম্প্রদায়কে ২০০ সালে বিজেপি ওবিসি ট্যাগ দিয়েছিল। তিনি সাধারণ শ্রেণিতে জন্মগ্রহণ করেছিলেন। একই সঙ্গে রাহুল বলেন ঠিক এক কারণেই তিনি সারা জীবনে জাত শুমারি হতে দেবেন না। কারণ তিনি নিজেই ওবিসিতে নন। তিনি সাধারণ শ্রেনির।

rahul gandhi modi
Advertisment