Advertisment

৩ রাজ্যের ভোটে গেরুয়া কামাল! আগামী লড়াইয়ে ঝাঁপাতে নেতাদের আরও 'দুরন্ত টিপস' মোদীর!

৩ রাজ্যের বিধানসভা ভোটে বিপুল জয়ের পর এই প্রথম বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi BJP parl meet

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিজেপির দুর্দান্ত বিজয়কে "টিমওয়ার্ক" এর ফল হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন আগামী বছরের শুরুর দিকে লোকসভা নির্বাচন সহ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য পার্টিকর্মীদের এমনই তৎপরতা চালিয়ে যেতে হবে।

Advertisment

বিধানসভা নির্বাচনে তিন রাজ্যে বিপুল জয়ের পর এই প্রথম বিজেপি সংসদীয় দলের সভায় ভাষণ দিলেন গেরুয়া দলের শীর্ষ সেনাপতি। মোদী তার বক্তব্যে বলেন, "ভোটের এই ফল এটাই দেখায় যে বিজেপি ক্ষমতাসীন দল হিসাবে তার শাসনের রেকর্ডের ভিত্তিতে পুনরায় নির্বাচিত।"

সূত্রের খবর মোদী আরও জানান, বিজেপি দ্বিতীয়বারের জন্য ৫৭ শতাংশ সময়ের জন্য পুনরায় নির্বাচিত হয়েছে। দ্বিতীয়বারে জন্য ক্ষমতায় ফেরা ক্ষেত্রে কংগ্রেসের পরিসংখ্যান ২০ শতাংশেরও নীচে ছিল। আঞ্চলিক দলগুলির জন্য, এটি ৪৯ শতাংশ। তিনবার কোনও রাজ্যে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বিজেপির সাফল্যের হার ৫৯ শতাংশ। কংগ্রেস সাম্প্রতিক অতীতে তৃতীয়বারের মতো কোনও রাজ্যে জিততে পারেনি।

আরও পড়ুন- মমতাকে ‘ঠুমকা’ খোঁচা! গিরিরাজের ‘মুণ্ডপাত’ করে দিল্লিতে ঝাঁঝালো প্রতিবাদ তৃণমূলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের  সাংসদদের চলমান ভিক্সিট ভারত সংকল্প যাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে বলেছেন। এই কর্মসূচিটি গত ১৫ নভেম্বর শুরু হয়েছিল এবং ২৫ জানুয়ারি শেষ হবে। বিশেষ করে দুর্বল আদিবাসী গোষ্ঠীগুলির জন্য নানা প্রকল্প গ্রহণ ঘিরেই এই কর্মসূচী।

bjp Parliament modi
Advertisment