'দুর্নীতির বিরুদ্ধে লাগাতার অভিযানের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ' সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী মোদী। একই সঙ্গে তিনি দুর্নীতির আশ্রয় নেওয়ার জন্য বিরোধীদের নিশানাও করেন।
'ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৪'-এ তাঁর বক্তৃতার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতির বিরুদ্ধে যে ইডি-আইটি-সিবিআই কাজ করে চলেছে তার প্রশংসা করেছেন। মোদী বলেছেন তাঁর আমলে কেন্দ্রীয় সংস্থাগুলি স্বাধীন ভাবে তাদের দায়িত্ব পালন করছে। ভোটের আগে ইডি-সিবিআইকে কাজে লাগানোর বিরোধীদের তোলা অভিযোগকে এদিন কার্যত উড়িয়ে দিয়েছেন মোদী। বরং তিনি দুর্নীতির আশ্রয় নেওয়ার জন্য বিরোধীদেরকেই নিশানা করেছেন। বিরোধী দলগুলিকে কটাক্ষ করে মোদী বলেছেন তারা তদন্ত সংস্থার পদক্ষেপ নিয়ে চিন্তিত।
প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে এটাও উল্লেখ করেন তার সরকারের লক্ষ্যই হল "দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স"। তিনি বলেন, বিগত বছরগুলিতে এই লক্ষ্যে সরকার নিরন্তন কাজ করে চলেছেন। মোদী জোর দিয়ে বলেন, "দুর্নীতির বিরুদ্ধে তদন্তে প্রতিটি সংস্থা সম্পূর্ণভাবে স্বাধীন।"
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে মোদী বলেছেন, "২০১৪ সাল পর্যন্ত, PMLA-এর অধীনে, ১৮০০টি মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু বিগত ১০ বছরে, ৪,৭০০টি মামলা দায়ের হয়েছে । ২০১৪ সাল পর্যন্ত, মাত্র ৫হাজার কোটি টাকার বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু ১০ বছরে তা বেড়ে হয়েছে একক লাখ কোটিরও বেশি"।
সন্ত্রাসবাদে অর্থায়ন, থেকে সাইবার অপরাধ, মাদক বিরোধী অভিযান সব ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থার সাফল্যের কথা উল্লেখ করেছেন মোদী। বিরোধী দলগুলিকে কটাক্ষ করে তিনি বলেন, "এই কারণে, তারা দিনরাত মোদীকে গালি দিতে ব্যস্ত। "বিরোধীদের আরও আক্রমণ করে তিনি বলেন, "এই নির্বাচনের সময়ে বিরোধীরা কাগজে কলমে স্বপ্ন বুনছে, অন্যদিকে মোদি স্বপ্নকে ছাড়িয়ে গ্যারান্টি দিচ্ছেন।"
আরও পড়ুন - ED Summons Arvind Kejriwal: জামিনের পর দিনই ইডির তলব, বিজেপি ‘ব্যাকআপ কৌশল’ নিয়ে গর্জে উঠল আপ
আরও পড়ুন - Ajker Rashifal Bengali, 17 March 2024: বিবাহিত জীবনে কোন্দল! স্বাস্থ্য ভাঙবে ধীরে ধীরে…