Advertisment

স্বরাষ্ট্র এবং শিক্ষা প্রতিমন্ত্রী নিশীথ-সুভাষ! আর কারা পেলেন কোন মন্ত্রক?

Cabinet Reshuffle: এদিকে, প্রায় হাফ ডজন মন্ত্রীর পদোন্নতি হয়েছে। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধি দ্বিগুণ হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Cabinet Reshuffle 2021, PM Modi

নতুন মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী। ছবি: ট্যুইটার

Cabinet Reshuffle: বুধবার নির্ঘণ্ট মেনেই সম্পন্ন মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৪৪ থেকে বেড়ে ৭৭ হয়েছে। এমনটাই পিএমও সূত্রে খবর। এদিকে, প্রায় হাফ ডজন মন্ত্রীর পদোন্নতি হয়েছে। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিনিধি দ্বিগুণ হয়েছে। এবারেও কোনও পূর্ণমন্ত্রী না পেলেও, ৪ প্রতিমন্ত্রী নিয়েই খুশি থাকতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। একঝলকে দেখে নেওয়া যাক রদবদল:

Advertisment

বাংলার ৪ প্রতিমন্ত্রী—

নিশীথ প্রামাণিক (স্বরাষ্ট্র, যুবকল্যাণ এবং ক্রীড়া)

জন বার্লা (সংখ্যালঘু উন্নয়ন)

শান্তনু ঠাকুর (জাহাজ, বন্দর এবং জলপথ)

সুভাষ সরকার (শিক্ষা)

পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী—

অনুরাগ ঠাকুর (তথ্য সম্প্রচার, যুবকল্যাণ এবং ক্রীড়া)

জি কিষাণ রেড্ডি (সংস্কৃতি, পর্যটন, উত্তর-পূর্ব উন্নয়ন)

পুরুষোত্তম রূপালা (মৎস্য এবং প্রাণীসম্পদ)

কিরেন রিজেজু (আইন এবং ন্যায়)

হরদীপ পুরী (পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, নগরোন্নয়ন এবং আবাসন)

আরকে সিং (বিদ্যুৎ এবং নবীকরণযোগ্য শক্তি)

নতুন মুখ পূর্ণমন্ত্রী ---

জ্যোতিরাদিত্যা সিন্ধিয়া (অসামরিক বিমান পরিবহণ)

অশ্বিনী বৈষ্ণব (রেল, তথ্য-প্রযুক্তি)

পশুপতি পারস (খাদ্য প্রক্রিয়াকরণ)

রামচন্দ্র প্রসাদ সিং (ইস্পাত)

সর্বানন্দ সোনওয়াল (জাহাজ, বন্দর, জলপথ এবং আয়ুষ)

নারায়ণ রানে (ক্ষুদ্র, মাঝারি এবং অতিক্ষুদ্র শিল্প)

মহিলা প্রতিমন্ত্রী—

মীনাক্ষী লেখি (বিদেশ এবং সংস্কৃতিক)

প্রতিমা ভৌমিক (সামাজিক ন্যায়)

অন্নপূর্ণা দেবী (শিক্ষা)

শোভা কারান্দজালে (কৃষি এবং কৃষক উন্নয়ন)

দেখুন বিস্তারিত:

রাষ্ট্রপতি ভবন সূত্রে জারি করা এক নোটিফিকেশনে মন্ত্রিসভার এই সম্প্রসারণ এবং রদবদলে সিলমোহর বসানো হয়েছে। এদিকে, মন্ত্রিসভা সম্প্রসারণে চমক দিয়েছেন মোদী-শাহ। গেরুয়া দল সূত্রে খবর, আগামী বছর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট রয়েছে। মন্ত্রিসভা সম্প্রসারণে এই বিষয়টির উপর বিশেষ জোর দিতে চাইছে বিজেপি নেতৃত্ব। এছাড়াও, ভারসাম্য রক্ষায় বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে কেন্দ্রীয় ক্যাবিনেটে ঠাঁই দেওয়া হয়েছে কয়েকজনকে। পাশাপাশি এনডিএ শরিক নীতীশ কুমারের জেডিইউ এবং প্রয়াত রামবিলাস পাসওয়ানের দল এলজেপি থেকে একজন করে পূর্ণমন্ত্রী করা হয়েছে।

এটাই হতে চলেছে ভারতের সবচেয়ে কনিষ্ঠতম মন্ত্রিসভা। ইতিমধ্যেই প্রতিমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী এবং আসানসোলের বাবুল সুপ্রিয়। উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং আলিপুরদুয়ারের জন বার্লাকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangla Khabar Minsitry of State Cabinet Reshuffle 2021 PM Modi Ajker Bangla Khabar
Advertisment