Advertisment

'মরচে ধরা লোহা', কাকে এমন তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, 'যেখানেই গেছে, ধ্বংস করেছে। আমরা লুঠ হওয়া দেখতে পাচ্ছি না।'

author-image
IE Bangla Web Desk
New Update
Modi in Madhya Pradesh

ভোপালে 'কার্যকর্তা মহাকুম্ভ' সম্মেলনে ভাষণ দিতে আসার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। (ছবি: পিটিআই)

চলতি বছরের শেষের দিকে দেশের আরও কয়েকটি রাজ্যের মত মধ্যপ্রদেশেও বিধানসভা নির্বাচন। সেদিকে নজর রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার বিরোধীদের তথা দেশের প্রধান বিরোধী দল কংগ্রেসকে একহাত নিলেন। মোদী বলেছেন, ফের মধ্যপ্রদেশে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। না-হলে, আগেরবারের মত কংগ্রেস জিতে গেলে, মধ্যপ্রদেশের দুর্গতির সীমা-পরিসীমা থাকবে না। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার মধ্যপ্রদেশকে ফের, 'বিমারু' রাজ্যের পরিস্থিতিতে নিয়ে যেতে পারে। ঠিক যেমন পরিস্থিতিতে বিজেপি ক্ষমতায় আসার আগে মধ্যপ্রদেশ ছিল, সেই জায়গায়। 'বিমারু' বা 'BIMARU' হল বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশের নামের অক্ষর মিলিয়ে তৈরি একটি সংক্ষিপ্ত রূপ। যা, ঐতিহাসিকভাবে অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে পিছিয়ে থাকা রাজ্যগুলোর একটি গোষ্ঠী।

Advertisment

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী এই কথা বলেন। 'কার্যকর্তা মহাকুম্ভ' নামে বিজেপি কর্মীদের এই সমাবেশে ভোটারদের কাছে 'অবনতি'র বদলে 'উন্নয়ন'কে বেছে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানান। তিনি, কংগ্রেসকে 'মরচে পড়া লোহার' সঙ্গে তুলনা করেন। বিরোধী দলের প্রতি সমালোচনার সুরে নরেন্দ্র মোদী জানান, কংগ্রেস তাদের ভবিষ্যৎ বুঝতে পারে না। জাতীয় উচ্চাকাঙ্ক্ষা বোঝার সাধ্য তাদের নেই। মোদী বলেন, 'এখনই মধ্যপ্রদেশকে উন্নত করে তোলার সময়। দুর্নীতির ইতিহাস গড়ে তোলা কংগ্রেস ক্ষমতায় এলে এই গুরুত্বপূর্ণ উন্নয়নের সময় নষ্ট হবে। কংগ্রেস যেখানেই গিয়েছে, রাজ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে। মধ্যপ্রদেশকে বাঁচাতে হবে। আমরা রাজ্য লুঠ হতে দেখতে পারব না।'

প্রধানমন্ত্রী মোদী তাঁর বক্তব্যে মধ্যপ্রদেশের উন্নয়নের গতিপথ নির্ধারণে আসন্ন বিধানসভা নির্বাচনের ওপর বিশেষ জোর দেন। তিনি দাবি করেন যে বিজেপি মধ্যপ্রদেশে অগ্রগতির পথ তৈরি করেছে। সেই পথ কেবলমাত্র ক্ষমতায় থাকলেই টিকিয়ে রাখা যেতে পারে। মহারাষ্ট্র এবং রাজস্থানের মত রাজ্যগুলোর উদাহরণ টেনে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, যেখানেই কংগ্রেস ক্ষমতা পেয়েছে, তাদের অধীনে দুর্বল শাসনে উন্নয়ন ব্যাহত হয়েছে। তিনি বিজেপির উন্নয়নমূলক উদ্যোগের ধারাবাহিকতার প্রয়োজনীয়তার ওপর বক্তব্যে জোর দেন।

আরও পড়ুন- ‘আমাকে সংসদের বাইরে মারধরের ছক কষা হচ্ছে’, অভিযোগ দানিশ আলির

জনসংঘের সহ-প্রতিষ্ঠাতা দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে বিজেপি মধ্যপ্রদেশে এই ‘কার্যকর্তা মহাকুম্ভ’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি ভিডি শর্মা জানিয়েছেন, প্রায় ১০ লক্ষ দলীয় কর্মী ভোপালের জাম্বোরি ময়দানে জড় হয়েছিলেন। আর, সেখানেই নরেন্দ্র মোদী আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য দলের 'জয়ের মন্ত্র' দলীয় কর্মীদের কানে দিয়েছেন। বিজেপি এই মাসের শুরুতে মধ্যপ্রদেশের ১০ হাজার কিলোমিটারেরও বেশি পথজুড়ে পাঁচটি মিছিল বের করেছে। সোমবারের সফরটি গত ৪৫ দিনের মধ্যে মধ্যপ্রদেশে মোদীর তৃতীয় সফর। যা বুঝিয়ে দিয়েছে, মোদীর জনপ্রিয়তার ওপর ভরসা করেই মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচন এবার উতরোতে মরিয়া বিজেপি।

bjp CONGRESS Madhya Pradesh narendra modi
Advertisment