Advertisment

PM Modi: 'কংগ্রেসের দোকান বন্ধের সময় এসেছে', লোকসভায় বিরোধীদের তীব্র আক্রমণ মোদীর

Congress Opposition: রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হয়েছে শুক্রবার। সোমবার ছিল শেষ দিন। চলতি লোকসভার নিম্নকক্ষে এটাই হতে পারে প্রধানমন্ত্রী শেষ ভাষণ। কারণ, এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi, Lok Sabha

প্রধানমন্ত্রী বলেন, "আজ বিশ্বজুড়ে অনিশ্চয়তার কালো মেঘ। অনেক দেশে যুদ্ধ পরিস্থিতি। এমন সময়ে আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার"।

Modi in Lok Sabha: সংসদের বাজেট অধিবেশনে লোকসভায় জবাবি ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবী ভাষণে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সংসদে সেঙ্গলের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ। বিপক্ষ দীর্ঘ সময় বিপক্ষই থাকবে। কারণ, ভোটে লড়ার মনোবলই হারিয়ে ফেলেছেন বিরোধীরা। বিরোধীদের অবশ্যই জবাব দেবে জনতা। বিরোধীরা থাকবেন বিরোধীর আসনেই। কারণ, তাঁরা লড়ার ইচ্ছেই হারিয়ে ফেলেছেন।'

Advertisment

প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধীরা সুপরামর্শ দেওয়ার বদলে দেশকে বারবার নিরাশ করেছেন। কয়েকজন আবার আসন বদলের চেষ্টায় আছেন। আর, আমাদের (বিজেপির) ওপর জনতা জনার্দনের আশীর্বাদ রয়েছে। বিরোধীদের সংকল্প থেকেই তাঁদের উদ্দেশ্য স্পষ্ট। দীর্ঘসময় ধরে সংসদে বক্তব্য রাখেন বিরোধীরা। বিরোধীরা বিভাজনের রাজনীতি করেন। আর কতদিন এভাবে চলবে? ১০ বছরেও ভালো বিরোধী হতে ব্যর্থ কংগ্রেস। কংগ্রেস দলের সিদ্ধান্ত পরিবারের লোকেরা নেন। আজ বিরোধীদের এই হালের জন্য দায়ী কংগ্রেস। কংগ্রেসের দোকান বন্ধের সময় এসেছে।'

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'কংগ্রেস দল তার তরুণ প্রজন্মের উত্থানকে বাধা দিয়েছে। দেশে একটি বিশ্বস্ত বিরোধী দল দরকার। খাড়গে এক বাড়ি থেকে অন্য বাড়িতে চলে গেছেন। আর, গুলাম নবি আজাদ দল পালটেছেন। এই সবই হচ্ছে বংশবাদী রাজনীতির কারণে। এখন তাদের দোকান বন্ধ করার সময় এসেছে।' জনগণের প্রতি বিরোধীরা বিশ্বস্ত থাকুক। এই পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিরোধীরা জনগণকে সংসদের বাইরে প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণ, ঐশ্বরিক ইচ্ছার মূর্ত প্রতীক। এবার, তাঁরাই আপনাদের অবস্থান নির্ধারণ করবেন।'

রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর বিতর্ক শুরু হয়েছে শুক্রবার। সোমবার ছিল শেষ দিন। চলতি লোকসভার নিম্নকক্ষে এটাই হতে পারে প্রধানমন্ত্রী শেষ ভাষণ। কারণ, এপ্রিল-মে মাসে লোকসভা নির্বাচন হতে পারে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বাজেট অধিবেশনের প্রথম দিনে ৩১ জানুয়ারি লোকসভা এবং রাজ্যসভার যৌথ অধিবেশনে ভাষণ দেন। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই বাজেট অধিবেশনের চতুর্থ দিনে নিম্নকক্ষে (লোকসভা) উপস্থিত থাকার জন্য তাঁর সমস্ত সাংসদদের তিন লাইনের হুইপ জারি করেছে। ১০ দিনের এই অধিবেশনের শেষ অধিবেশনটিতে আটটি বৈঠক হওয়ার কথা। শেষ অধিবেশন সম্ভবত ৯ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা।

আরও পড়ুন- পাঁচ জন মুখ্যমন্ত্রী, প্রত্যেকেই সিনেমা দুনিয়ার পরিচিত মুখ, ইতিহাসটা জানলে অবাক হয়ে যাবেন

বিরোধীদের সমালোচনা করার পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কেন্দ্রীয় সরকারের সাফল্যও তুলে ধরেন। তিনি আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে সোমবার বিকেলে লোকসভায় ভাষণ দেবেন। তা জানার পরই পালটা কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেসের জয়রাম রমেশ। তিনি বলেছিলেন, 'জবাবী ভাষণে প্রধানমন্ত্রী একটি নির্বাচনী ভাষণ দেবেন। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু আশা করি না। তিনি কংগ্রেসের মানহানি করবেন। মণিপুর, চিন এবং ক্রমবর্ধমান বেকারত্বের বিষয়ে কিছু বলবেন না। আর, শুধু নিজের প্রশংসা করবেন।'

CONGRESS modi loksabha election 2024
Advertisment