রাহুলের ‘প্রেমের দোকান’কে খোঁচা মোদীর, ‘কংগ্রেস মানেই ‘মিথ্যার বাজার’ বলে কটাক্ষ। রাজস্থানের বিকানের একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কংগ্রেসের প্রতি মানুষের ক্ষোভ রয়েছে কারণ তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা দেশের উন্নতির জনু কিছুই করে না”। শনিবার (৮ জুলাই) বিকানের সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনে তিনি সেখানে এক রোড’শো করেন। যেখানে সাইকেল র্যালিতে মোদীকে স্বাগত জানিয়েছেন যুবক-তরুণরা। এখানে এক সমাবেশে ভাষণকালে তিনি রাহুল গান্ধীর প্রেমের দোকানে আঘাত হানেন। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘কংগ্রেস যদি এই দেশে কিছু করতে পারে তা কেবল মিথ্যার বাজার বা কেলেঙ্কারীর দোকান খোলা’।
মোদী বলেন, ‘কাশীর মতো বিকানেরের রয়েছে গৌরবময় অতীত পাশাপাশি আধ্যাত্মিকতার নজির। জনগণের উৎসাহ দেখে মোদী এদিন বলেন, ‘রাজস্থানে যে কেবল তাপমাত্রা বেড়েছে তা নয়, কংগ্রেস সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভও বেড়েছে এবং জনগণের তাপমাত্রা বাড়লে ক্ষমতার পরিবর্তন হতে সময় লাগে না”। প্রধানমন্ত্রী মোদী এদিনও প্রধানমন্ত্রী আবাস যোজনায় সারা দেশে গরিবদের জন্য ৪ কোটি পাকা বাড়ি তৈরির কথা উল্লেখ করে বলেন, ‘রাজস্থানের আমার গরীব ভাই-বোনদের প্রায় ২০ লক্ষ বাড়ি দেওয়া হয়েছে। আমরা সারা দেশে প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি। এর ফলে রাজস্থানের ৩ কোটি গরিব মানুষ প্রথমবারের মতো ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়েছে। এই অ্যাকাউন্টগুলি করোনার কঠিন সময়ে গরীবদের সবচেয়ে বড় অংশীদার হয়ে উঠেছে বলেও উল্লেখ করে মোদী। তিনি বলেন, ‘আজ দেশে ১৩০ টিরও বেশি জেলা রয়েছে যেখানে ১০০% বাড়িতে কলের জল পৌঁছেছে, তবে এর একটিও রাজস্থানে নেই। রাজস্থানের উন্নয়ন দরকার, পরিবারতন্ত্র নয়’।
কংগ্রেস সরকারকে তুলোধোনা করে মোদী বলেন, ‘৪ বছরে রাজস্থানের অনেক ক্ষতি করেছে কংগ্রেস। এখানকার সরকারও জানে যে রাজস্থানে কংগ্রেসের পরাজয় নিশ্চিত’। এর জন্য কংগ্রেস রাজস্থানের মানুষকে বিভ্রান্ত করতে পথে নেমেছেন। কংগ্রেস মানেই লুটের দোকান, মিথ্যার বাজার। এখন রাজস্থানে স্থিতিশীল সরকার দরকার’। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে, ধর্ষণের মত ঘটনায় রাজস্থান এগিয়ে বলে কটাক্ষ করে মোদী বলেন, ‘রাজ্যের অবস্থা এমন যে এখানে রক্ষকরাই ভক্ষক হয়ে উঠেছে’। তিনি বলেন, ‘কংগ্রেস এমন একটি দল যে ক্ষমতায় থাকলে দেশকে ফাঁপা করে দেয় এবং ক্ষমতার বাইরে গেলে গালাগালি করে দেশের মানহানি করে। তাদের নেতারা বিদেশে গিয়ে ভারতকে গালি দেয়। শুধু তাই নয়, সেনাবাহিনীকেও অপদস্থ করার জন্য তারা কী করেনি। সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসে নেতারা’।