ভোট বাজারে রোজই একে অপরের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন তাঁরা। উনিশের নির্বাচনে এবার অন্যতম দুই প্রতিপক্ষ মোদী ও মমতা। সেই মমতাই নাকি তাঁকে নিয়ম করে প্রতিবছর কুর্তা-মিষ্টি পাঠান। বুধবার বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে একান্ত আলাপচারিতায় এমন কথাই জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী-মমতার এহেন ‘মিষ্টি’ সম্পর্ক প্রকাশ্যে আসতেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনীতির অলিন্দে। মমতা এখনও এ নিয়ে মুখ না খুললেও, মমতার ভাইপো তথা এবারের ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘‘যদি উনি পাঠিয়ে থাকেন, তাহলে আগে বলেননি কেন? কেন বাংলার সভায় বলতে পারছেন না? দিল্লি থেকে মিথ্যা কথা বলছে।’’ অন্যদিকে, বাংলায় মমতার বিরোধীরা ‘মোদী-দিদি’র গোপন আঁতাঁত নিয়ে সরব হয়েছেন।
বুধবার ডায়মন্ড হারবারের বিদায়ী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এ প্রসঙ্গে বলেন, ‘‘যদি পাঠিয়ে থাকেন, তাহলে আগে কেন বলেননি? অক্ষয় কুমারের কাছে গিয়ে বলতে হচ্ছে কেন? বাংলার জনসভাগুলো করে বলতে পারছেন না কেন? কারণ, দিল্লি থেকে মিথ্যে কথা বলছে, আর বাংলায় এসে আরেক কথা বলছেন। মোদী বলছেন দেশের অখণ্ডতা রক্ষা করতে চান। এদিকে অমিত শাহ বলছেন, দার্জিলিং ভাগ করতে চান...যাঁরা ভারত ভাগ করতে চান, তাঁদের সঙ্গে হাত মেলাচ্ছেন। এই দ্বিচারিতা সিপিএমের আমলে দেখতাম, এখন বিজেপির আমলে দেখছি। ওঁরা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’’
আরও পড়ুন: মমতাদি প্রতি বছর আমায় মিষ্টি-কুর্তা পাঠান: মোদী
এদিকে, মোদীর মুখে ‘কুর্তা-মিষ্টি’র কথা শোনামাত্রই ভোটের বাজারে আসর মাত করতে নেমে পড়েছে বাম-কংগ্রেসরা। মোদীর মন্তব্যে হাতিয়ার করে মমতা-মোদীর ‘গোপন বোঝাপড়া’ নিয়ে সরব হয়েছেন সূর্যকান্ত মিশ্ররা। এ প্রসঙ্গে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘‘উনি(মমতা) এখানে চেঁচামেচি করেন। মোদী হাটে হাড়ি ভেঙেছেন। গুজরাতের মুখ্যমন্ত্রী হওয়ার পর উনি(মমতা) ফুল পাঠিয়েছিলেন।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘মোদী-দিদির মধ্যে গোপন সম্পর্ক রয়েছে, এটা পরিষ্কার হয়ে গেল।’’
উল্লেখ্য,বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের সঙ্গে একান্ত আলাপচারিতায় মোদী বলেন, ‘‘এখন যদি বলি, ভোটের সময় আমার হয়রানি হবে, লোকসান হতে পারে। মমতাদি আজও বছরে একটা-দুটো কুর্তা নিজে পছন্দ করে পাঠান আমায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার সময় বাঙালির মিষ্টি নিয়ে কথা হয়। উনি ঢাকা থেকে আমার জন্য বিশেষ বাঙালি মিষ্টি পাঠান। এটা জানতে পেরে মমতাদিও আমায় বছরে এক-দু’বার বাঙালির মিষ্টি পাঠান।’’