ভারত ও কানাডার মধ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর অনুযায়ী, ভারত ও কানাডার পারস্পরিক সম্পর্ক এবং ভবিষ্যৎ কৌশল নিয়েও আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে।
নয়া সংসদ ভবনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর এই বৈঠকে কানাডার সঙ্গে গত কয়েকদিন ধরে চলমান উত্তেজনা নিয়ে উভয়ের মধ্যে আলোচনা হয়। এই বৈঠকে ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়েও প্রধানমন্ত্রী মোদী এবং বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। তবে কানাডার সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে দুই নেতার মধ্যে কী হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিক কোন তথ্য দেওয়া হয়নি।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সোমবার হাউস অফ কমন্সে বলেছেন যে জুন মাসে কানাডার মাটিতে খালিস্তানি সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারকে হত্যার ঘটনায় ভারতের যোগসূত্র রয়েছে। ট্রুডোর এই বক্তব্যের তীব্র আপত্তি জানিয়েছিল ভারত।
উল্লেখ্য, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজার হত্যাকাণ্ড নিয়ে ভারতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করার পর উভয় দেশের সরকারের মধ্যে তিক্ততা বেড়েছে। যদিও ভারত সরকার ট্রুডোর অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। কানাডার এসব অভিযোগের পর ভারতও কানাডার সিনিয়র কূটনীতিককে ৫ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সময়ে, এখন কানাডা তার নাগরিকদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। এই পরামর্শে বলা হয়েছে, ভারতে যাওয়ার আগে তাদের অবশ্যই ভাবতে হবে।
সমগ্র বিশ্বে, ভারতের পরে, কানাডায় সবচেয়ে বেশি সংখ্যক শিখ সম্প্রদায়ের মানুষ বাস করেন। কানাডার মোট জনসংখ্যা প্রায় ৩ কোটি ৮২ লাখ। এর মধ্যে ২.৬% অর্থাৎ ৯ লাখ ৪২ হাজার ১৭০ জন পাঞ্জাবি। পাঞ্জাবের লোকেরা শুধু কানাডায় কাজ করে না, সেখানকার সরকারেও তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। ব্যবসা ও কৃষি খাতেও তার মর্যাদাও রয়েছে।