/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/modi-1-5.jpg)
প্রধানমন্ত্রী মোদী।
নয়া নাগরিকত্ব আইন নিয়ে এবার দেশের দক্ষিণভাগ থেকে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার কর্ণাটকের টুমকুরু শহরে দু'দিনের সফরে এসেছেন নমো। কৃষি কর্মণ পুরস্কার অনুষ্ঠানে এসে সেই মঞ্চ থেকেই মোদী বলেন, "পাকিস্তান ধর্মের ভিত্তিতে গঠিত হয়েছিল, সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে। নিপীড়িতরা শরণার্থী হয়ে ভারতে আসতে বাধ্য হয়েছিল সেই সময়। এখন কংগ্রেস এবং বিরোধীরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে না, আসলে তাঁরা শরণার্থীদের বিরুদ্ধে সমাবেশ করছে।"
আরও পড়ুন: ‘বাচ্চা ছেলে অর্জুন জানে না, শীঘ্রই বাংলায় বিজেপি পাতালে চলে যাবে’
নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) প্রসঙ্গে বৃহস্পতিবার নরেন্দ্র মোদী বলেন, “আপনি যদি প্রতিবাদ করতে চান তবে পাকিস্তানে নৃশংসতার বিরুদ্ধে আপনাদের সরব হন। পাকিস্তানের হিন্দু, জৈন, খ্রিস্টান-সহ সংখ্যালঘু মানুষদের উপর গত ৭০ বছর ধরে অত্যাচার করা হয়েছিল। কেন এত বছরেও কংগ্রেস এই ইস্যুটির উত্থাপন করেনি?"
আরও পড়ুন: ‘বাংলাকে অপমান করা হয়েছে’, ট্যাবলো বিতর্কে কেন্দ্রকে তোপ তৃণমূলের
এদিন সংশোধিত নাগরিকত্ব আইনের স্বপক্ষে সুর টেনে নরেন্দ্র মোদী বলেন, সংসদে এটি একটি ঐতিহাসিক ঘটনা। কিন্তু বর্তমানে কংগ্রেস এবং বিরোধিরা যে অবস্থানে রয়েছে তা সংবিধানবিরোধী। পাকিস্তান থেকে আগত হিন্দুদের সাহায্য করা আমাদের দায়িত্ব, সংখ্যালঘুদের পাকিস্তানে লক্ষ্যবস্তু করে রাখা হয়েছে।"