Advertisment

Modi on Congress: 'সকলেই কংগ্রেস ছেড়ে যাচ্ছে', কারণ জানিয়ে লোকসভার আগেই বেনজির আক্রমণ মোদীর

মোদী তাঁর ভাষণে বলেন, 'উন্নত ভারতের স্রেফ একটা শব্দ নয়, প্রতিটি পরিবারের জীবনকে সমৃদ্ধ এক প্রচারাভিযান'।

author-image
IE Bangla Web Desk
New Update
Wadhwan Port, Wadhwan Port environmental clearances, bhoomi pujan Wadhwan Port, Narendra Modi, Devendra Fadnavis, Mumbai news, Mumbai, Maharashtra news, Indian express news

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

'আজ সবাই কংগ্রেস ছাড়ছে'.... রাজস্থানের সভা থেকে কংগ্রেসকে বেনজির আক্রমণ করলেন প্রধানমন্ত্রী মোদী। মোদী তাঁর ভাষণে বলেন, 'উন্নত ভারতের স্রেফ একটা শব্দ নয়, প্রতিটি পরিবারের জীবনকে সমৃদ্ধ এক প্রচারাভিযান'। দারিদ্র্য দূর করার এক প্রচার, যুবকদের জন্য ভাল কর্মসংস্থানের এক সংকল্প। দেশে আধুনিক সুযোগ-সুবিধা সৃষ্টির এক অভিযান'।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানে এক জনসভায় গত বিধানসভায় বিজেপিকে আর্শীবাদ করার জন্য তিনি রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করেন তিনি। একই সঙ্গে মোদী কংগ্রেসকে আক্রমণ করে দাবি করেছেন যে আজকের ভারত যে স্বপ্ন দেখে, তা পূরণ করার ক্ষমতাও রাখে।

আরও পড়ুন : < ED Issues Summons to Mahua Moitra: বিরাট বিপাকে মহুয়া মৈত্র, সিবিআইয়ের পর এবার ইডির খাঁড়া >

এদিনের সমাবেশে কংগ্রেসকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের একটি বড় সমস্যা হল সুদূরপ্রসারী চিন্তাভাবনা নিয়ে ইতিবাচক নীতি তৈরি করতে পারে না। কংগ্রেস ভবিষ্যৎ ভাবতে পারে না বা ভবিষ্যতের জন্য কোনো রোডম্যাপও নেই। কংগ্রেসের এই চিন্তার কারণে, কংগ্রেসের শাসনকালে গোটা দেশ অন্ধকারে ছিল। কোটি কোটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুৎ ছাড়া কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।

আরও পড়ুন : < Indian American Family Death: ক্যালিফোর্নিয়ায় মৃত্যু ৪ ভারতীয়র, বেডরুম থেকে উদ্ধার যমজ সন্তানের নিথর দেহ >

মোদী আরও বলেন, 'কংগ্রেস যে গতিতে এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সংকল্প করেছিল তাতে দেশকে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে কয়েক দশক সময় লেগে যেত। কংগ্রেসের একটাই এজেন্ডা, মোদী বিরোধী, চরম মোদী বিরোধী। তারা মোদীর বিরুদ্ধে এমন কিছু প্রচার কর, যা সমাজকে বিভক্ত করে। একটি দল যখন স্বজনপ্রীতি ও বংশবাদের রাজনীতির দুষ্ট চক্রে আটকে যায়, তখন তার ক্ষেত্রে এই ঘটনা স্বাভাবিক। আজ সবাই কংগ্রেস ছেড়ে যাচ্ছে। আজ, রাজস্থানের উন্নয়নের জন্য প্রায় ১৭ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদী।

CONGRESS modi
Advertisment