Advertisment

Ayodhya Ram Mandir Inauguration: '২২ জানুয়ারি স্রেফ একটা তারিখ নয়, নতুন কালের সূচনা', প্রাণ প্রতিষ্ঠার পর ভাষণে বললেন মোদী

মোদী তাঁর ভাষণে বলেন, 'রাম আগুন নয়, শক্তি'।

author-image
IE Bangla Web Desk
New Update
PM at Ram temple consecration ceremony

সোমবার, 22 জানুয়ারী, 2024, অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরে তার অভিষেক অনুষ্ঠানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (পিটিআই ছবি)

Modi speech on Ram Mandir Inauguration: অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হল। মুখ্য যজমানের আসনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বসিয়ে গোটা দেশকে সাক্ষী রেখে দুপুর ১২টা ২৯ মিনিট ৪ সেকেন্ড থেকে ১২টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে রামের মূর্তি উন্মোচিত হল। এরপরই ১১ দিনের উপবাস ভাঙলেন প্রধানমন্ত্রী।

Advertisment

নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘বহু শতাব্দী অপেক্ষার পর আমাদের মাঝে এলেন রাম। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার মন্দিরে থাকবেন। আজ অনেক কিছু বলার আছে। কিন্তু কণ্ঠ অবরুদ্ধ। এই ক্ষণ অলৌকিক, পবিত্র। নতুন ইতিহাসের সূচনা হল। রামের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে। ২২ জানুয়ারি শুধু একটা তারিখ নয়, একটা কালের সূচনা। একটা দৈবিক অনুভূতি হচ্ছে। অনেক কথা বলার আছে, কিন্তু কণ্ঠ অবরুদ্ধ।’ প্রধানমন্ত্রী এদিনের ভাষণে বলেন, 'যে জাতি দাসত্বের মানসিকতা ভেঙে রুখে দাঁড়ায় সে জাতি এভাবেই নতুন ইতিহাস সৃষ্টি করে। আমরা এখন থেকে হাজার বছর পরেও আজকের এই তারিখ এবং মুহূর্ত নিয়ে আলোচনা করব। এটা রামের এত বড় আশীর্বাদ যে আমরা সবাই এই মুহূর্তটিতে বেঁচে আছি, যা বাস্তবে ঘটছে'।

রাম মন্দিরে অভিষেক অনুষ্ঠান শেষ হওয়ার পর জনসমাবেশে ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। আরএসএস প্রধান মোহন ভাগবত এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠান উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এদিনের সভায় উপস্থিত ছিলেন। অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর মোদী তাঁর ভাষণে বলেন, 'রাম আগুন নয়, শক্তি'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিনের ভাষণে বলেন,  'রাম শক্তি, আগুন নয়। রাম কোনো বিরোধ নয় বরং সমাধান। তিনি বর্তমান নন, তিনি অনন্ত। তিনি আমাদের ভারতের ভিত্তি ও ধারণা। মোদী এদিন বলেন, 'মন্দির নির্মাণের ঊর্ধ্বে গিয়ে, সমস্ত দেশবাসীকে একটি মহান ও ঐশ্বরিক ভারত গড়ার শপথ নিতে হবে। রামের চিন্তা মনের পাশাপাশি মানুষের মনেও থাকতে হবে, এটাই জাতি গঠনের পদক্ষেপ। হনুমানের ভক্তি, সেবা ও উৎসর্গের জন্য আমাদের বাইরে কোথাও যাওয়ার দরকার নেই। এই গুণগুলি প্রত্যেক ভারতীয়ের মধ্যে অন্তর্নিহিত'।

আরও পড়ুন : <Ram Temple Festivities: প্রাণ প্রতিষ্ঠা সম্পন্ন, মহাপ্রসাদ বিলি, কী কী থাকবে বাক্সে?>

তিনি বলেন, "আজ আমাদের রাম এসেছেন। শতাব্দীর অপেক্ষার পর, আজ আমাদের রাম এসেছেন। এই মুহূর্তটি সবচেয়ে পবিত্র। এই পরিবেশ, এই পরিবেশ, এই শক্তি, এই মুহূর্তটি আমাদের সকলের উপর ভগবান শ্রী রামের আশীর্বাদ। ২২ জানুয়ারি দিনটি একটি অপূর্ব আভা নিয়ে এসেছে। আজকের তারিখটি ক্যালেন্ডারে লেখা তারিখ নয়, এটি একটি নতুন সময় চক্রের উত্স হয়ে থাকবে।" তিনি আরও বলেন, "শতাব্দীর অপেক্ষা, ধৈর্য এবং ত্যাগের পর আজ আমাদের মধ্যে রাম এসেছেন,"। প্রধানমন্ত্রী “ন্যায়বিচারের” জন্য ভারতের সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ জানান এবং বলেছিলেন যে মন্দির আইন অনুসারে নির্মিত হয়েছিল। "

মোদী আরও বলেন, "আজ, আমি ভগবান শ্রী রামের কাছেও ক্ষমা চাইছি। আমাদের প্রচেষ্টা, ত্যাগ এবং তপস্যায় নিশ্চয়ই কিছুর ঘাটতি রয়েছে যার কারণে আমরা শতাব্দীর পর শতাব্দি কাজটি সম্পুর্ণ করতে পারিনি। আজ কাজটি সম্পূর্ণ হয়েছে। আমি বিশ্বাস করি যে ভগবান রাম আমাদের ক্ষমা করবেন।

'প্রাণ প্রতিষ্টা' অনুষ্ঠানের আগে তিনি যে ১১ দিনের বিশেষ আচার অনুষ্ঠান পালন করেছিলেন সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, "গত ১১ দিন ধরে, আমি বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন রাজ্যে রামায়ণ শোনার সুযোগ পেয়েছি। ভগবান রামকে সংজ্ঞায়িত করে, সাধুরা বলেছেন যে ভগবান রাম সবার মধ্যে বাস করেন। প্রতিটি যুগের মানুষ ভগবান রামকে বেঁচে আছেন। যুগের লোকেরা তাদের ভাষায় ভগবান রামকে প্রকাশ করেছে,” । পাশাপাশি তিনি বলেন, "রাম মন্দির নির্মাণ ভারতীয় নিছক জয় নয়, নম্রতারও একটি উপলক্ষ," তিনি বলেছিলেন।

Ram Temple modi
Advertisment