আগামী বছরের আসন্ন লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের 'বাদশাহি মনোভাব'-এর কড়া সমালোচনা করে তিনি দাবি করেছেন, বিজেপির কাছে সামাজিক ন্যায়বিচার শুধু স্লোগানমাত্র নয়। বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী দলীয় কর্মীদের বলেছেন, 'লোকজন ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে ২০২৪ সালে বিজেপিকে পরাজিত করা যাবে না। এটা সত্য। কিন্তু, আমাদের উচিত প্রত্যেকেরই মন জয় করা। নির্বাচনে জেতার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখা উচিত নয়।' দলের ৪৪তম প্রতিষ্ঠা 'স্থাপনা' দিবস উপলক্ষে দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল বক্তৃতায় মোদী একথা বলেন।
তাঁর দাবি, যখন বিজেপি ২০১৪ সালের ক্ষমতায় আসে, সেই সময় বিরোধীদের মধ্যে একটা 'বাদশাহি মনোভাব' ছিল। বিজেপিই একমাত্র দল, যারা সামাজিক ন্যায়বিচার দেওয়া সম্ভব একথা বিশ্বাস করেছে। সামাজিক ন্যাযবিচারকে স্রেফ স্লোগান ভেবে হেলাফেলা করেনি। শুধু বিশ্বাসই নয়। বিজেপি কোনওরকম ভেদাভেদ ছাড়াই জনসাধারণকে সামাজিক ন্যায়বিচার দেওয়ার চেষ্টা করেছে। তাদের সাহায্য করে গিয়েছে।
দল আগামী লোকসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে। কর্মীদের এই কথা বলে আশ্বস্ত করলেও মোদী তাঁদের সন্তুষ্ট হওয়া উচিত না-বলে সতর্ক করে দেন। তিনি জানান, প্রতিটি নির্বাচনে যেভাবে কঠোর পরিশ্রমের সঙ্গে দলীয় কর্মীরা লড়াই করেন, আগামী নির্বাচনেও বিজেপি কর্মীদের সেভাবেই লড়াই করা উচিত। ঠিক যেরকম লড়াই ১৯৮০ থেকে বিজেপি কর্মীরা করে আসছেন, ঠিক তেমনই কঠিন ও কঠোর লড়াই।
আরও পড়ুন- অবাক কাণ্ড! নিম্ন আদালতে দোষী সাব্যস্ত গুজরাটের বিজেপি সাংসদ আজও লোকসভায়
বিরোধী দলগুলোকে নিশানা করে মোদী বলেছেন, স্বাধীনতার পর থেকে ক্ষমতায় থাকা দলগুলো ঔপনিবেশিক মানসিকতা ত্যাগ করেনি। আর জনগণকে ক্রীতদাস হিসেবে ব্যবহার করে গিয়েছে। তারা সব সময় মানুষের সঙ্গে ‘বাদশাহি মানসিকতা’ নিয়ে আচরণ করেছে। এদেশের মানুষকে দাস মনে করেছে। ২০১৪ সালে, মানুষ এসবের বিরুদ্ধে ডাক দিয়েছিল। আর, নতুন ভারতের জন্য 'শঙ্খনাদ' করেছিল। মোদী আশ্বাস দেন যে এখনকার মতই বিজেপি আগামী দিনেও দুর্নীতি, স্বজনপোষণ এবং আইন-শৃঙ্খলা রক্ষার লড়াইয়ে অটল থাকবে।