Advertisment

ভাড়া করা লোক দিয়ে কংগ্রেস আমাকে গালাগাল করে: মোদী

সভায় বিরোধীদের দুর্নীতিগ্রস্ত বলে কাঠগড়ায় দাঁড় করান প্রধানমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Prime Minister Narendra Modi

ভাড়া করা লোকজন দিয়ে কংগ্রেস তাঁকে গালাগাল করায়। এবার এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের শেষের দিকে গুজরাট বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষে রাজকোট জেলার জামকানডোরনার এক সভায় বক্তৃতা করতে গিয়ে তিনি একথা জানান। সভায় কংগ্রেসের ব্যাপারে সচেতন থাকার জন্য গুজরাটবাসীর কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী।

Advertisment

তিনি অভিযোগ করেন, কংগ্রেস তাঁকে এখন গালাগাল দেওয়া বন্ধ করেছে। কারণ, তারা এখন চুপচাপ গ্রামের ভোটারদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা চালাচ্ছে। এই প্রসঙ্গে মোদী বলেন, 'গুজরাটের যারা বিরোধী, গত ২০ বছরে তারা রাজ্যের বদনাম করতে কোনও রাস্তাই বাদ রাখেনি। তারা আমার বিরুদ্ধে পছন্দসই গালাগাল দিয়েছে। এমনকী, আমাকে মত কা সওদাগরও বলেছে।'

এরপর মোদী বলেন, 'তারা আচমকা চুপ করে গেছে। হট্টগোল, গোলমাল থামিয়ে ভাড়া করা লোক দিয়ে আমাকে গালি দেওয়াচ্ছে। আর, তারা নিজেরা নীরবে গ্রামে গ্রামে গিয়ে মানুষের কাছে ভোট চাইছে।' আম আদমি পার্টি বা আপের নাম না-করেই কংগ্রেস ও আপের এই গোপন বোঝাপড়ার অভিযোগ করেন মোদী।

এরপরই কংগ্রেস সম্পর্কে সাবধান করতে গিয়ে সভায় উপস্থিত দর্শক- শ্রোতাদর মোদী বলেন, 'বিরোধী দলের এই চুপচাপ থেকে ভাড়া করা লোক দিয়ে গালাগাল করানোর কৌশল সম্পর্কেও আমি আপনাদের সতর্ক করব। কারণ, এটা তারাই করাচ্ছে, যাঁরা দিল্লিতে বসে গুজরাটের বিরুদ্ধে একটা সময় লাগাতার ষড়যন্ত্র করেছে।'

আরও পড়ুন- তিনটে প্রতীক বেছেছিলেন, জ্বলন্ত মশালটাই কেন নিলেন উদ্ধব?

দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি 'স্ট্যাচু অফ ইউনিটি' বানিয়েছে মোদী সরকার। সভায় বক্তব্য রাখতে গিয়ে সেই প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'জনগণের উচিত বিরোধী দলের নেতাদের জিজ্ঞাসা করা, যে স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটের মর্যাদা বাড়িয়েছে, আপনারা কি একবারের জন্যও তা দেখতে গেছেন? যাঁরা গুজরাটের ভূমিপুত্র সর্দার প্যাটেলকে সম্মান করে না, গুজরাটের মাটিতে তাঁদের কোনও স্থান নেই।'

এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিরোধী দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'সরকার যদি দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই করে, তখন দেখা যায় একদল লোক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। তাই বলে কি আমরা জনগণকে যারা লুঠ করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বন্ধ করে দেব?'

Read full story in English

CONGRESS modi Sardar Patel
Advertisment