Advertisment

বিজেপি উন্নতি চায়, আর কংগ্রেস কর্ণাটককে এটিএম মনে করে, জনসভায় সরব মোদী

কংগ্রেস কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi

জনসভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী

কর্ণাটক বিধানসভা নির্বাচনের ভোটপ্রচারে কংগ্রেসকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচনী সভায় তিনি কর্ণাটকের প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গিকেই আক্রমণ করলেন। মোদীর অভিযোগ, কংগ্রেস মনে করে যে কর্ণাটক তাদের দলের ভোটব্যাংক, শক্ত ঘাঁটি। এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করে বিজেপির মহাতারকা প্রচারকের অভিযোগ, কংগ্রেস কর্ণাটককে এটিএম মনে করে। আর, বিজেপি চায় দক্ষিণের এই রাজ্যের উন্নয়ন। যাতে দেশ উন্নত হতে পারে।

Advertisment

উন্নয়নের রাজনীতিকে সামনে রেখে মোদী বোঝানোর চেষ্টা করেন, ডাবল ইঞ্জিন সরকার থাকাতেই কর্ণাটকের অগ্রগতি ঘটেছে। কেন্দ্রের এবং কর্ণাটকের বিজেপি সরকার দিনরাত হাতে হাত ধরে কাজ করে চলেছে। যার ফলে অগ্রগতি ঘটছে। মোদীর ভাষায়, 'বিনামূল্যে রেশন থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। সরকারি দরিদ্রদের যত্ন নিচ্ছে।' শনিবার দাভানাগেরে মোদীর জনসভায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসভরাজ বোম্মাই, বিজেপির সর্বভারতীয় নেতা বিএস ইয়েদুরাপ্পাও উপস্থিত ছিলেন।

জনসভার আগে প্রধানমন্ত্রী শনিবার বেঙ্গালুরু মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের ১৩.৭১ কিলোমিটার প্রসারিত পথের উদ্বোধন করেন। তিনি কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে শ্রী মধুসূদন সাই ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, 'কিছু দল তাদের রাজনৈতিক স্বার্থপরতা এবং ভোটব্যাংকের রাজনীতির জন্য ভাষা নিয়ে খেলা খেলেছে। কিন্তু, ভাষাকে প্রকৃত অর্থে সমর্থন করার জন্য যা করা দরকার, তা তারা করেনি।'

আরও পড়ুন- ‘ভগৎ সিংয়ের সাহস ছিল বিরল,’ ঠিক এই বাক্যেই প্রশংসা করেছিলেন স্বয়ং নেহরুও

এর পাশাপাশি, চিক্কাবল্লাপুরের সভায় বিজেপির উন্নয়নের রাজনীতিকে তুলে ধরে মোদী বলেন, 'সবার চেষ্টায় ভারত আজ উন্নত রাষ্ট্র হওয়ার পথে।' তবে, প্রধানমন্ত্রীর কটাক্ষ গায়ে মাখতে নারাজ কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে কর্ণাটকে বিজেপিকে সমানতালে টক্কর দিতে প্রস্তুত। আর, সেই লক্ষ্যে ১২৪ জন প্রার্থীর নাম প্রকাশ করে দলের প্রথম প্রার্থীতালিকা ঘোষণা করে দিয়েছেন কর্ণাটক প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিজেপি তাদের প্রচার কর্মসূচির নাম দিয়েছে 'বিজয় সংকল্প যাত্রা'। বিজেপি নেতৃত্ব আশাবাদী, তাঁরা এবারের বিধানসভা নির্বাচনেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করবেন।

karnataka Election modi
Advertisment