Advertisment

ইউপিএর ধারণা, তারা নাম বদলে 'ইন্ডিয়া' রাখলেই তাদের ভাগ্য বদলাবে, কটাক্ষ মোদীর

বেঙ্গালুরুতে ইউপিএর দাহ করেছেন বিরোধীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi 1

সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বিরোধী ২৬টি দল বেঙ্গালুরুতে ঐক্যবদ্ধ হয়ে জোটের নাম 'ইন্ডিয়া' করার পর থেকেই পালটা তীব্র আক্রমণে নেমেছে বিজেপি। বৃহস্পতিবার তার রেশ পড়ল সংসদেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বলতে গিয়ে তুলে আনলেন 'ইন্ডিয়া' নামের প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর কটাক্ষ, 'ইউপিএ মনে করছে, তারা নাম বদলে ইন্ডিয়া রাখলেই তাদের ভাগ্য পরিবর্তন হবে। তারা দেশ শাসন করতে পারবে। আমি বিরোধীদের প্রতি আমার সহানুভূতি প্রকাশ করছি। কিছু দিন আগে, আপনারা বেঙ্গালুরুতে ইউপিএর দাহ করেছেন। আমার আগেই সহানুভূতি প্রকাশ করা উচিত ছিল। এটা অবশ্য আমার দোষ নয়। কারণ, একদিকে আপনারা ইউপিএকে নিয়ে শ্মশানযাত্রা করেছেন আবার উদযাপনেও মেতে উঠেছেন। আপনারা আসলে জরাজীর্ণ গাড়িকে নতুন গাড়ি হিসেবে দেখানোর জন্য একটি সমাবেশের আয়োজন করেছিলেন। কিন্তু, উদযাপন শেষ হওয়ার আগেই কৃতিত্ব নেওয়ার জন্য আপনাদের মধ্যে বিবাদ লেগে গিয়েছে। কেবল হতভাগ্যরাই নিজের কাজের চেয়ে নাম নিয়ে বেশি লাফালাফি করে।'

Advertisment

আরও পড়ুন- বিরোধীশূন্য লোকসভায় আস্থাভোটে জয়ী মোদী

আরও পড়ুন- সরকার সেঞ্চুরি করছে, বিরোধীরা নো-বল করতেই ব্যস্ত, ক্রিকেটের ভাষায় অনাস্থার জবাব প্রধানমন্ত্রীর

বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'এই ভারত দেখায় ২৬টি দলের অহংকার। আর, অন্যদিকে রয়েছে একটি পরিবার (সংঘ পরিবার)। আমি সেই পরিবারের অহংকারের পক্ষে দাঁড়িয়ে আছি। বিভিন্ন রাজ্যে পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে, সেই সব দল এই ভারত জোটে হাত মিলিয়েছে। পশ্চিমবঙ্গে, টিএমসি বামপন্থীদের বিরুদ্ধে কিন্তু দিল্লিতে একসঙ্গে লড়াই করবে। ১৯৯১ সালে অধীরবাবুর (লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী) সঙ্গে বামপন্থীরা কী করেছিল, তা মনে রাখবেন। কংগ্রেস সেই দলের সঙ্গে বন্ধুত্ব করেছে, যার কর্মীরা গত বছর কেরলের ওয়ানাদে (রাহুল গান্ধীর লোকসভা কেন্দ্র) তারই (কংগ্রেসের) কার্যালয় ভাঙচুর করেছিল।'

এরপরই বিরোধীদের মধ্যে ফাটল তৈরি করতে বৃহত্তম বিরোধী দল কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, 'আসলে দেশের মানুষের কংগ্রেসের প্রতি আস্থাই নেই। অহংকারের কারণেই কংগ্রেস নেতারা এই বাস্তবটা বুঝতে পারছেন না। তামিলনাড়ুতে তারা শেষবার ১৯৬২ সালে জিতেছিল। ১৯৬২ সাল থেকে তামিলনাড়ুর মানুষ বলছে আর কংগ্রেস নয়। পশ্চিমবঙ্গে তারা শেষবার ১৯৭২ সালে জিতেছিল। পশ্চিমবঙ্গের মানুষও বলছে নো কংগ্রেস। ইউপি, বিহার এবং গুজরাটে তারা ১৯৮৫ সালে শেষবার জিতেছিল। সেই সব রাজ্যের মানুষও বলছে, আর কংগ্রেস না।'

modi Lok Sabha Oppositions
Advertisment