মনিপুর জ্বলছে, মোদী সংসদে হাসছেন। দেশে কী হচ্ছে জানেনই না মোদী। মণিপুর উনি জ্বালাতে চান তাই উনি এমন করছেন। সেনাবাহিনী চাইলে একদিনের মধ্যে মণিপুরে শান্তি ফিরিয়ে আনা সম্ভব। অশান্ত মণিপুর নিয়ে ফের একবার মোদীকে নিশানা করলেন রাহুল গান্ধী।
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী শুক্রবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে মণিপুর হিংসা নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। অনাস্থা প্রস্তাব চলাকালীন লোকসভায় ভাষণ দেওয়ার সময়, প্রধানমন্ত্রী মোদী বলেন, যে সমগ্র দেশ তাদের সঙ্গে রয়েছে, মহিলাদের বিরুদ্ধে জঘন্য এবং ক্ষমার অযোগ্য অপরাধের পিছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং কেন্দ্র ও রাজ্য সরকারগুলি কাজ করছে। একসঙ্গে জাতিগত হিংসা বন্ধে এবং রাজ্যে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মণিপুর ইস্যুতে তাঁর ন্যূনতম বক্তব্যের জন্য প্রধানমন্ত্রীকে নিন্দা জানিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন, "গতকাল প্রধানমন্ত্রী সংসদে প্রায় ২ ঘন্টা ১৩ মিনিট কথা বলেছিলেন। শেষ পর্যন্ত তিনি মণিপুর নিয়ে ২ মিনিট কথা বলেছিলেন। মণিপুর কয়েক মাস ধরে জ্বলছে। , মানুষ খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী হাসছেন, কৌতুক করছেন, এটা তাকে শোভা পায় না…"
অনাস্থা প্রস্তাবের বক্তৃতায় মণিপুরে প্রধানমন্ত্রীর বক্তব্যের সংক্ষিপ্ততা নিয়ে প্রশ্ন তুলে রাহুল গান্ধী বলেছিলেন, "ভারতীয় সেনাবাহিনী মণিপুরের হিংসা ২ দিনের মধ্যে বন্ধ করতে পারে। কিন্তু প্রধানমন্ত্রী মণিপুরকে জ্বালিয়ে দিতে চান এবং আগুন নিভাতে চান না মোদী।"