কেন্দ্রীয় সরকার সেঞ্চুরি করছে। আর, বিরোধীরা সেখানে নো বল করতেই ব্যস্ত। রীতিমতো বাইশ গজের ঝোড়ো ইনিংসের কায়দায় বৃহস্পতিবার অনাস্থা বিতর্কে বিরোধীদের প্রশ্নে ছক্কা হাঁকালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো ক্রিকেটীয় মেজাজে তিনি বলেন, 'এই অধিবেশন আপনারা কী নিয়ে আলোচনা করেছেন? আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি যে আপনাদের সভাসদরা (সাংসদরা) এজন্য খুবই দুঃখিত। বিরোধীরা ফিল্ডিংয়ের তো আয়োজন করেছেন। কিন্তু, চার-ছয় তো এখান থেকেই হবে।'
বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে কটাক্ষ করে মোদী বলেন, এই প্রস্তাব সরকারের নয়, বরং বিরোধীদের আস্থা প্রমাণের পরীক্ষা। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 'আমি ২০১৮ সালে বলেছিলাম যে অনাস্থা প্রস্তাব আমাদের আস্থা পরীক্ষার জন্য নয়। এটা বিরোধীদের পরীক্ষা। সেই সময় একবছর পর যখন নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন বিরোধীরা যথেষ্ট ভোট পায়নি। এমনকি জনগণও বিরোধীদের প্রতি তাদের অনাস্থা প্রকাশ করেছে।'
বুধবার তাঁর ভাষণে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন যে বিজেপি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বৃহস্পতিবার জবাবে প্রধানমন্ত্রী বলেন, 'সংসদে বিভিন্ন গুরুতর আলোচনার প্রয়োজন ছিল। কিন্তু, রাজনীতি আপনাদের (বিরোধীদের) কাছে প্রধান। বেশ কিছু বিল রয়েছে যা গরিব, পিছিয়ে পড়া মানুষ, দলিতদের সঙ্গে সম্পর্কিত। কিন্তু, বিরোধীদের সেই ব্যাপারে কোনও আগ্রহই নেই। বিরোধীরা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। বিরোধীদের কাছে দেশের চেয়ে দলই আগে।' বিরোধীদের কটাক্ষ করে মোদী বলেন, 'দেশবাসী আপনাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনছে। কিন্তু, আপনারা প্রতিবারই বিরোধীদের হতাশ করেছেন।'
২০১৮ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছিলেন বিরোধীরা। তারপর আনা হল পাঁচ বছর পর ২০২৩ সালে। সেই নিয়ে বিরোধীদের কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, 'দীর্ঘসময় দেওয়ার পরও বিরোধীরা অনাস্থার জন্য প্রস্তুতি নিতে পারেননি। তাদের পাঁচ বছর সময় দেওয়া হয়েছে। তারপরও বিরোধীরা প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছেন। এতে বিরোধীদের প্রতি যাঁরা সমবেদনা পোষণ করেন, তাঁরাও হতাশ হয়েছেন।'
আরও পড়ুন- বিরোধীশূন্য লোকসভায় আস্থাভোটে জয়ী মোদী
আরও পড়ুন- ইউপিএর ধারণা, তারা নাম বদলে ‘ইন্ডিয়া’ রাখলেই তাদের ভাগ্য বদলাবে, কটাক্ষ মোদীর
এই অধিবেশনে তাঁর মতামত জানাতে হুইল চেয়ার করে সংসদ কক্ষে এসেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ইউপিএ সরকারের প্রধান মনমোহন সিং। তাঁর আমলে কেন্দ্রীয় সরকার ব্যাপক কেলেঙ্কারি করেছে বলে বারবার অভিযোগ করেছে বিজেপি। বৃহস্পতিবার, সেই অভিযোগকেই কার্যত ঘুরিয়ে তুলে সংসদে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি বারবার ভারতকে কেলেঙ্কারিমুক্ত সরকার দিয়েছে। মোদী বলেন, 'আমরা ভারতের যুবকদের কেলেঙ্কারিমুক্ত সরকার দিয়েছি, তাদের সাহস ও সুযোগ দিয়েছি খোলা আকাশে ওড়ার।'