/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-266.jpg)
রাম নগরীতে মোদীর মেগা শো, রেল স্টেশন, বিমান বন্দরের উদ্বোধন, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর ভাষণ
আগামী ২২ জানুয়ারি রামলালার 'প্রাণ প্রতিষ্ঠা'। তার আগেই আজ অযোধ্যা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শঙ্খধ্বনির মধ্যে আজ সকাল অযোধ্যায় পৌঁছান প্রধানমন্ত্রী মোদী। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রায় ১৬ হাজার কোটি টাকার একাধিক প্রকল্প রাজ্যবাসীকে আজ উপহার দিলেন প্রধানমন্ত্রী মোদী। অযোধ্যায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর ও পুনর্নির্মিত রেলস্টেশনসহ অন্যান্য একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মোদী।
পাশাপাশি দুটি অমৃত ভারত এবং ছটি নতুন বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা হয় মোদীর হাত ধরেই। প্রধানমন্ত্রী অযোধ্যায় চারটি নতুন পুনর্নির্মিত, প্রশস্ত এবং সৌন্দর্যমন্ডিত রাস্তা-রামপথ, ভক্তিপথ, ধরমপথ এবং শ্রী রাম জন্মভূমি পথের উদ্বোধন করেন। অযোধ্যায় পৌঁছেই এক রোড শো'য়ে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন এক জনসভাতেও ভাষণ দেবেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী আজ রাজ্যে ১৫,৭০০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সকাল ১০:৪০ মিনিটে প্রধানমন্ত্রী মোদী বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গে তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য, ব্রিজেশ পাঠক এবং তাঁর সরকারের অন্যান্য মন্ত্রীরা।
অযোধ্যায় নব নির্মিত অত্যাধুনিক বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি মোদী দেশের বিভিন্ন স্টেশন থেকে ৬টি বন্দে ভারত এবং ২টি অমৃত ভারত ট্রেনের শুভ সূচনা করেন।
শুক্রবারই মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় পৌঁছে যাবতীয় প্রস্তুতির খতিয়ে দেখেন। গোটা শহর জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। শনিবার রোড শো-এর পর মোদী নতুন উন্নত রেলস্টেশন ও আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করেন। এরপর একটি জনসভায় ভাষণ দেবেন তিনি।
১৪৫০ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরের প্রথম পর্বের প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বিমানবন্দের টার্মিনালটি সাড়ে ৬ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যেখানে প্রতি বছর ১০ লাখ যাত্রী চলাচল করতে পারবেন।
কিছুক্ষণের মধ্যেই জনসভায় ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রধানমন্ত্রী অযোধ্যায় পৌঁছলে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন দেশ জুড়ে বিভিন্ন শিল্পীরা। বিমানবন্দর থেকে রেলস্টেশন, রাম পথ মার্গ পর্যন্ত মোট ৪০টি ধাপে ১৪০০ জনেরও বেশি শিল্পী লোকশিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টিতে দেশের আস্থা রয়েছে
কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, 'আজ একটি ঐতিহাসিক দিন। এই দিনটি হাজার বছর ধরে প্রতীক্ষিত ছিল। প্রধানমন্ত্রী মোদীর দৃঢ় সংকল্পে উন্নয়নের কাজ এগিয়ে চলেছে। অযোধ্যার মানচিত্র বিশ্বমঞ্চে আনতে হবে। প্রধানমন্ত্রী এখানে রেল ও বিমানবন্দরের সুবিধা নিয়ে এসেছেন। ভারতের অমৃত কালের এই প্রজন্ম অর্থনৈতিক নক্ষত্রের মতো আবির্ভূত হচ্ছে। আজ ভারত বিশ্ব মঞ্চে আধ্যাত্মিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। দেশের মানুষ শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গ্যারান্টিতে বিশ্বাস করে'।
বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে যাত্রীদের সুযোগ সুবিধা বিষয়ে খোঁজ নেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া 3D মডেলের মাধ্যমে বিমানবন্দর সম্পর্কে মোদীকে তথ্য পরিবেশন করেন।
এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, "অত্যাধুনিক বিমানবন্দরের প্রথম পর্যায়ে ১৪৫০ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি করা হয়েছে। বিমানবন্দরের টার্মিনাল ভবনের পরিধি ৬৫০০ বর্গমিটার। বছরে প্রায় ১০ লাখ যাত্রী বিমান বন্দরে চলাচল করতে পারবেন।"
#WATCH प्रधानमंत्री नरेंद्र मोदी ने उत्तर प्रदेश के अयोध्या में महर्षि वाल्मिकी अंतर्राष्ट्रीय हवाई अड्डे अयोध्या धाम का उद्घाटन किया।
हवाई अड्डे के चरण 1 को 1450 करोड़ रुपए से अधिक की लागत से विकसित किया गया है। हवाई अड्डे के टर्मिनल भवन का क्षेत्रफल 6500 वर्गमीटर होगा, जो… pic.twitter.com/MiYaMmUPFC— ANI_HindiNews (@AHindinews) December 30, 2023
प्रधानमंत्री नरेंद्र मोदी अयोध्या पहुंचे। उत्तर प्रदेश की राज्यपाल आनंदीबेन पटेल और मुख्यमंत्री योगी आदित्यनाथ ने प्रधानमंत्री का स्वागत किया।
प्रधानमंत्री नरेंद्र मोदी आज महर्षि वाल्मिकी अंतर्राष्ट्रीय हवाईअड्डा अयोध्या धाम, पुनर्विकसित अयोध्या धाम रेलवे स्टेशन का उद्घाटन… pic.twitter.com/6L6c9k2LiK— ANI_HindiNews (@AHindinews) December 30, 2023
#WATCH | Ayodhya, Uttar Pradesh: PM Narendra Modi flags off two new Amrit Bharat trains and six new Vande Bharat Trains. pic.twitter.com/Q1aDQc8wG7
— ANI (@ANI) December 30, 2023
'राममय' श्री अयोध्या धाम में आदरणीय प्रधानमंत्री श्री @narendramodi जी का रोड शो... https://t.co/pUQfQNhQXl
— Yogi Adityanath (@myogiadityanath) December 30, 2023