Modi Wayanad Visit: ভূমিধসে মৃত্যু হয়েছে ৪০০-র বেশি মানুষের। এখনও নিখোঁজ ১৫০। প্রাণের সন্ধানে চলছে তল্লাশি। যত দূর চোখের দৃষ্টি পৌঁছাচ্ছে স্পষ্ট ধ্বংসযজ্ঞের চিহ্ন। ওয়ানাদে সম্প্রতি ভুমিধসের পর আজ ওয়ানাদ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার কেরলের ওয়েনাদ সফর করবেন প্রধানমন্ত্রী মোদী। তিনি ভূমিধস কবলিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি উদ্ধারকারী দলের সঙ্গে কথা বলবেন। পুনর্বাসনের কাজ খতিয়ে দেখবেন। এদিন প্রধানমন্ত্রী হাসপাতাল ও ত্রাণ শিবিরে ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন। কথা বলবেন সামগ্রিক পরিস্থিতি নিয়ে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওয়ানাদ সফর করার সিদ্ধান্তের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে মোদীর এই সফরের পরে প্রধানমন্ত্রী ওয়ানাদ ভূমিধসকে "জাতীয় বিপর্যয়" হিসাবে ঘোষণা করবেন।
শুক্রবার রাতে গান্ধী এক্স এক ট্যুইট করে বলেছেন, "ওয়নাদে আসার জন্য আপনাকে ধন্যবাদ মোদীজি… প্রধানমন্ত্রী নিজে ধস-কবলিত অঞ্চলে এসে, বিপর্যয় ও ক্ষয়-ক্ষতির পরিমাণ চাক্ষুষ করে নিশ্চয়ই এই বিপর্যয়কে ‘জাতীয় বিপর্যয়’ ঘোষণা করবেন।”
শনিবার সকাল ১১ টায় কেরলের কান্নুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে তিনি আকাশপথে ওয়ানাদে ভুমিধসে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করবেন। কথা বলবেন উদ্ধারকারী দলের সদস্যদের সঙ্গেও। তিনি উদ্ধারকারী দলের কাছ থেকে চলমান উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন। এর পর প্রধানমন্ত্রী ত্রাণ শিবির ও হাসপাতাল পরিদর্শনে যাবেন, ভুমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন এবং তাদের অভাব- অভিযোগ শুনবেন। এরপর প্রধানমন্ত্রী একটি পর্যালোচনা সভার আয়োজন করবেন।
আরও পড়ুন - < RG Kar Doctor Death: আর জি করে তরুণী চিকিৎসকের রহস্যমৃত্যু, দুরন্ত তদন্তে পুলিশ কাকে ধরল জানেন? >
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এই সপ্তাহের শুরুতে একটি সংবাদ সম্মেলনে ভাষণের সময় প্রধানমন্ত্রী মোদীর ওয়ানাদ সফরের ঘোষণা করেছিলেন। তিনি আশা প্রকাশ করেছেন যে কেন্দ্রীয় সরকার ভয়াবহ এই ভুমিধসকে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করবে। উল্লেখ্য গত ৩০ জুলাই, ওয়েনাদের চুড়ামালা এবং মুন্ডাক্কাইতে ভূমিধসে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। ভূমিধসে ৪০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, এবং ১৫০ জন এখনও নিখোঁজ রয়েছে।