Advertisment

গুজরাট-তামিলনাড়ুর সুদৃঢ় যোগসূত্র এতদিন লুকিয়ে রাখা হয়েছিল, কেন এমন অভিযোগ মোদীর?

স্বাধীনতার শতবর্ষের মধ্যেই লক্ষ্যপূরণ ভারতের, তবে অনেক বাধা আসবে, সতর্কবাণী প্রধানমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Divisive Forces

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার গুজরাটে 'সৌরাষ্ট্র-তামিল সঙ্গম' অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় জানান যে ভারত ২০৪৭ সালের মধ্যে একটি উন্নত দেশ হওয়ার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। একইসঙ্গে তিনি সতর্ক করে জানান যে 'বিভাজনকারী শক্তি' এই লক্ষ্য অর্জন করার পথে বাধার সৃষ্টি করবে।

Advertisment

গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে বসবাসকারী তামিল সম্প্রদায়ের বাসিন্দাদের সম্বোধন করে মোদী বলেন, 'আমরা বৈচিত্র্যক উপভোগ করি। আমরা বিভিন্ন ভাষা এবং বিভিন্নক্ষেত্রে দক্ষতা অর্জন করি। বৈচিত্র্য আমাদের বিভক্ত করে না। বদলে আমাদের বন্ধন আর সম্পর্ককেই শক্তিশালী করে। তাতেই মিলন ঘটে।'

২০১০ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি মাদুরাইয়ে 'সৌরাষ্ট্র-তামিল সঙ্গম'-এর মত এক অনুষ্ঠানের সূচনা করেছিলেন। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী সেই স্মৃতিচারণ করেন। পাশাপাশি, কয়েক মাস আগে বারাণসীতে কাশী-তামিল সঙ্গম নামে এরকমই একটি অনুষ্ঠান হয়েছিল বলেও প্রধানমন্ত্রী জানান।

গুজরাটের সোমনাথে দর্শকদের উদ্দেশ্যে মোদী বলেন, 'আজ আমাদের লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে তুলে ধরা। এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ। স্বাধীনতার আগে থেকে এখনও পর্যন্ত সাত দশক পেরিয়েছে। আমাদের জাতিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে এই লক্ষ্য অর্জনের পথে আমরা বিভাজনকারী শক্তি এবং বিপথগামী লোকেদের মুখোমুখি হব। কিন্তু, সেই কঠিন পরিস্থিতি সত্ত্বেও ভারতের নতুন কিছু করার শক্তি আছে।'

আরও পড়ুন- বাংলো সাজাতেই ৪৫ কোটি… সততা ফাঁস কেজরিওয়ালের!

প্রধানমন্ত্রী বলেন যে, 'ভারতের ইতিহাসের অংশগুলো গত কয়েক দশকে ধরেই গোপন রাখা হয়েছিল। আমরা আমাদের ঐতিহ্য সম্পর্কে তখনই গর্ববোধ করব, যখন আমরা সেই সম্পর্কে জানব এবং নিজেদেরকে দাসত্বের মানসিকতা থেকে মুক্ত করব আর নিজেদেরকে আবিষ্কার করব। কাশী-তামিল সঙ্গম হোক বা সৌরাষ্ট্র-তামিল সঙ্গম, এই অনুষ্ঠানগুলো এজন্যই উত্সাহ সহকারে প্রচার করা হচ্ছে।'

গুজরাট এবং তামিলনাড়ুর সুদৃঢ় বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'গুজরাট এবং তামিলনাড়ুর মধ্যে এতবড় ঐতিহাসিক সংযোগ, আমাদের জ্ঞান থেকে ইচ্ছাকৃতভাবেই এতদিন লুকোনো ছিল। বিদেশি আগ্রাসনের সময় সৌরাষ্ট্রীয়দের তামিলনাড়ুতে স্থানান্তরিত হওয়ার তথ্য মাত্র কিছু ইতিহাসবিদদের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে এর আগেও, এই দুটি রাজ্য প্রাচীনকাল থেকেই নানাভাবে সংযুক্ত ছিল।'

tamil nadu modi gujrat
Advertisment