Advertisment

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার দায় কার? চাঁচাছোলা ভাষায় স্পষ্ট করলেন রাহুল

গাড়ি এগোচ্ছে সামনে মোদী তাকাচ্ছেন পিছনে....! রসিক চালে ট্রেন দুর্ঘটনা নিয়ে মোদীকে ভয়ঙ্কর তোপ

author-image
IE Bangla Web Desk
New Update
Congress, Rahul Gandhi, Russia Ukraine Relations

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় নিয়ে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মোদীকে ভয়ঙ্কর আক্রমণ শানালেন রাহুল গান্ধী। শুক্রবার সন্ধ্যার মর্মান্তিক রেল দুর্ঘটনার বলি ২৭৫ জন। আহত হয়েছে কমবেশি এক হাজার মানুষ। রাহুল গান্ধী নিউইয়র্কে প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রেন দুর্ঘটনার কারণ হিসাবে মোদী সরকারের ব্যর্থতাকে তুলে ধরে বলেন, কংগ্রেসের শাসনকালে, 'ট্রেন দুর্ঘটনা ঘটলে, মন্ত্রীরা তার দায় নিতেন এবং আমরা আমাদের ভুলগুলি মেনে নিয়েছিলাম।

Advertisment

তিনি তার ভাষণে আরও উল্লেখ করেন “আপনি যদি বিজেপিকে কোন কিছু সম্পর্কে জিজ্ঞাসা করেন, তারা অতীতের দিকে ফিরে তাকাবে এবং অতীত নিয়ে নানান অভিযোগ করবে। আপনি যদি বিজেপিকে জিজ্ঞাসা করেন কীভাবে ট্রেন দুর্ঘটনা (ওড়িশা) হল, তারা আপনাকে গত ৫০ বছরে কংগ্রেস কী করেছে তার খতিয়ান তুলে ধরবে"।

কংগ্রেস শাসনকালে ঘটনা উল্লেখ করে রাহুল গান্ধী বলেন, “আমার মনে আছে একটি ট্রেন দুর্ঘটনা যেটি কংগ্রেস আমলে ঘটেছিল। তখন কংগ্রেস বলেনি যে এই দুর্ঘটনা ব্রিটিশদের কারণে হয়েছে। একই রকম ঘটনার আরও বর্ণনা করে তিনি বলেন, “কংগ্রেস নেতারা দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন। কোন গাফিলতির জন্য কংগ্রেস নেতারা পদত্যাগ করতে পিছপা হয়না। কংগ্রেস নিজেদের ভুল গুলি মেনে নেয়। তারা অতীতের ওপর দোষ চাপিয়ে দায় ঝেড়ে ফেলেন না"।

ভাষণকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ও আরএসএস-এর কড়া সমালোচনা করেন। এমনকি নাথুরাম গডসের নাম নিয়ে রাহুল গান্ধী বলেন, “এই ধরণের লোকেরা দেশে বিদ্বেষ ছড়ানোর কাজ করছে এবং গণতন্ত্রকে ধ্বংস করছে"।

কংগ্রেস নেতা আরও দাবি করেছেন, “বিজেপি এবং আরএসএস আগামীর স্বপ্ন দেখে না। তারা কখনও ভবিষ্যৎ নিয়ে কথা বলে না, তারা শুধুমাত্র অতীত নিয়ে কথা বলতে পছন্দ করে এবং সবসময় তাদের ব্যর্থতার জন্য অতীতের কাউকে দোষারোপ করে।” রাহুল এদিন আরও বলেন, ভারতে দুটি মতাদর্শের মধ্যে লড়াই চলছে – একটি যেটি কংগ্রেস বিশ্বাস করে। এবং অন্যটি বিজেপি এবং আরএসএস যা বিশ্বাস করে। তিনি বলেন, "ঠিক একদিকে যেমন মহাত্মা গান্ধী এবং অন্যদিকে নাথুরাম গডসে ।"

rahul gandhi
Advertisment