Advertisment

PM Modi address to nation: মহাকাশে ‘মিশন শক্তি’ অপারেশনে ধ্বংস স্যাটেলাইট: মোদী

PM Narendra Modi Address to nation: ‘‘ভারত মহাকাশে অন্যতম শক্তি। আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত চতুর্থ দেশ, যাদের কাছে এই শক্তি রয়েছে’’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
pm modi, প্রধানমন্ত্রী মোদী

PM Modi address to nation LIVE Updates: নরেন্দ্র মোদী।

মহাকাশে ‘মিশন শক্তি’ অপারেশন চালিয়েছে ভারত। যে অভিযানে অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে কৃত্রিম উপগ্রহকে। বুধবার জাতীর উদ্দেশে ভাষণে একথাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন একথা বলতে গিয়ে মোদী বলেন, ‘‘এই সাফল্য আজ প্রত্যেক ভারতবাসীর কাছে গর্বের দিন’। রাশিয়া, আমেরিকা, চিনের পর ভারতই বিশ্বের চতুর্থ দেশ, যাদের কাছে এই শক্তি রয়েছে।

src="https://www.youtube.com/embed/0v6eRj7Hl0s" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

Advertisment

Follow the Updates here:

3.00 PM: ‘মিশন শক্তি’ নিয়ে সাংবাদিক বৈঠকে অরুণ জেটলি।

2.30 PM: ভারতের ‘মিশন শক্তি’ অপারেশন নিয়ে টুইটে মোদীকে খোঁচা রাহুলের।

2.17 PM: ‘মিশন শক্তি’ নিয়ে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের

1.32 PM: জাতীর উদ্দেশে ভাষণের পর ‘মিশন শক্তি’ নিয়ে টুইট মোদীর।

12.54 PM:‘‘আজ আমাদের কাছে অনেক স্যাটেলাইট রয়েছে। যেগুলি কৃষি, বিপর্যয় মোকাবিলা, আবহাওয়ার মতো বিভিন্ন ক্ষেত্রে অপরিহার্য। তবে ভারত বরাবরই মহাকাশে অস্ত্র ঝনঝনানির বিরুদ্ধে। এদিনের সাফল্যের পরও ভারত তার অবস্থান বদলাবে না’’, জাতীর উদ্দেশে বললেন প্রধানমন্ত্রী।

12.52 PM: প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশের সুরক্ষার জন্যই এই অপারেশন। আগামী দিনে এই সাফল্য ভারতের সুরক্ষাকে আরও মজবুত করবে। তবে ভারতের এহেন পদক্ষেপ কোনও দেশের বিরুদ্ধে নয়।

12.36 PM: ‘‘মিশন শক্তি খুবই জটিল প্রক্রিয়া ছিল’’, জানালেন নরেন্দ্র মোদী। মাত্র ৩ মিনিটে এই অপারেশন চালানো হয় বলে জানান প্রধানমন্ত্রী।

12.32 PM: ‘‘অ্যান্টি স্যাটেলাইট অস্ত্রে ধ্বংস করা হয়েছে কৃত্রিম উপগ্রহকে। কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করা হয়েছে। গোটা অপারেশনের নাম ছিল মিশন শক্তি’’, জানালেন মোদী। এই সাফল্য ভারতের কাছে গর্বের, একথাই বলেছেন মোদী। এই স্যাটেলাইট ভারতেই তৈরি হয়েছে।

12.28 PM: ‘‘ভারত মহাকাশে অন্যতম শক্তি। আমেরিকা, রাশিয়া, চিনের পর ভারত চতুর্থ দেশ, যাদের কাছে এই শক্তি রয়েছে’’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

12.15 PM: কী গুরুত্বপূর্ণ বার্তা দেশবাসীকে দেবেন প্রধানমন্ত্রী? মোদীর ভাষণের অপেক্ষায় গোটা দেশ।

11.58 AM: টিভি, রেডিও, সোশাল মিডিয়ায় সম্প্রচার করা হবে প্রধানমন্ত্রীর ভাষণ।

11.45 AM: কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইট করে এদিন একথা নিজেই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Read the Live Updates in English

narendra modi
Advertisment