কারা ঠাঁই পাচ্ছেন মোদীর মন্ত্রিসভায়? রাত পোহালেই দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে মোদীর মন্ত্রিসভা নিয়ে জল্পনা তুঙ্গে জাতীয় রাজনীতিতে। কাদের পূর্ণ মন্ত্রী করা হবে, কাদেরই বা প্রতিমন্ত্রী করা হবে? এ নিয়ে শেষবেলায় চূড়ান্ত পর্যায়ে বাছাই পর্ব। মঙ্গলবার প্রায় ৫ ঘণ্টা ধরে ম্যারাথন বৈঠক করেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। মোদীর বাসভবনে এই বৈঠক হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর।
এবারের লোকসভা নির্বাচনে মোদীবাহিনীর অভাবনীয় সাফল্যের নেপথ্যে অন্যতম নাম অমিত শাহ। ভোটের ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছড়ায় যে, এবার মোদী মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বিজেপি সভাপতি অমিত শাহ। দলেরই এক সূত্রের দাবি, যেহেতু এনডিএ-র সাফল্যে বড় ভূমিকা পালন করেছেন অমিত শাহ, তাই এবার মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন মোদী সেনাপতি। যদিও দলের অন্য নেতাদের দাবি, ৩০ মে-র পর অমিত শাহের ভূমিকা কী হবে, সে ব্যাপারে কোনও ইঙ্গিত দেননি দলের সভাপতি।
আরও পড়ুন: মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাওয়ার ইঙ্গিত মমতার
এদিকে দলের সব শরিক ও সব রাজ্যের নেতৃত্বের সঙ্গে বোঝাপড়া করেই মন্ত্রিসভা তৈরির কাজে নেমেছেন শাহ। ইতিমধ্যেই সব রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন দলের সভাপতি। তবে এবার পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তর-পূর্ব ও তেলঙ্গানায় ভাল ফল করেছে গেরুয়াবাহিনী। ফলে দ্বিতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় তার প্রতিফলন ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এনডিএ শরিক শিব সেনা, জেডিইউ, এলজেপি, অকালি দল, এআইএডিএমকে নেতৃত্বের সঙ্গেও আলাপ আলোচনা চলছে বলে খবর।
অন্যদিকে, রাহুল গান্ধীকে হারিয়ে অমেঠির মতো হেভিওয়েট কেন্দ্রে এবার জয় ছিনিয়ে নিয়েছেন বিজেপির স্মৃতি ইরানি। গান্ধী গড়ে পদ্মফুল ফোটানোর জন্য এবার মোদী মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ কোনও পদ পেতে পারেন ইরানি। তবে নতুন মোদী সরকারে সুষমা স্বরাজের কী ভূমিকা থাকতে পারে, সে নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। শারীরিক অসুস্থতার জন্য এবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেননি স্বরাজ। দলীয় সূত্রে জানা গিয়েছে মোদীর মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন বঙ্গ বিজেপি নেতা মুকুল রায়। বাংলায় বিজেপির সাফল্যের অন্যতম কারিগর মুকুলই।
আরও পড়ুন: মোদীর শপথ গ্রহণে বিমস্টেক সদস্যদের আমন্ত্রণ
এদিকে, প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে কার্যত সাজ সাজ রব রাষ্ট্রপতি ভবনে। ৩০ মে রাষ্ট্রপতি ভবনে নয়া রেকর্ড তৈরি হতে চলেছে। মোদীর মন্ত্রিসভায় আসছেন প্রায় ৬ হাজার অতিথি। মোদীর শপথে যোগ দিতে আসছেন বিমস্টেক দেশের প্রতিনিধিরা। মরিশাসের কূটনীতিবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্বরাও রয়েছেন আমন্ত্রিতদের তালিকায়। পাশাপাশি, সব রাজ্যের মুখ্যমন্ত্রী, লেখক, সেলেব্রিটি, ক্রীড়াবিদ, ফিল্মস্টাররাও থাকছেন। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমারের প্রেসিডেন্টরাও যোগ দিচ্ছেন বলে বিদেশমন্ত্রক সূত্রে খবর। মরিশাস, নেপাল, ভূটানের প্রধানমন্ত্রীরাও সাক্ষী থাকবেন মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানের। অতিথি আপ্যায়নের জন্য থাকছে হাই টি। এছাড়া হালকা নৈশভোজেরও ব্যবস্থা করা থাকছে বলে খবর।
Read the full story in English