Advertisment

মোদী তিন কেজি গোমাংস খুঁজে পান, ৩৫০ কেজি আরডিএক্স পান না: কংগ্রেস

ইউসুফের আরডিএক্স খোঁচার জবাব দিতে গিয়ে মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, ইউসুফ "দায়িত্বজ্ঞানহীন" মন্তব্য করেছেন। দিল্লি বিজেপির সহ-সভাপতি রাজীব বব্বর বলেছেন, কংগ্রেসের "দু’মুখো" চেহারা সামনে এল।

author-image
IE Bangla Web Desk
New Update
Haroon Yusuf , হারুন ইউসুফ

হারুন ইউসুফ।সংগৃহীত ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

"উনি তিন কেজি গোমাংসের হদিশ পেতে পারেন, কিন্তু ৩৫০ কেজি আরডিএক্স খুঁজে পান না," পুলওয়ামার হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এভাবেই বিঁধলেন দিল্লি কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি হারুন ইউসুফ। পুলওয়ামার হামলা নিয়ে প্রধানমন্ত্রীকে নিশানা করতে কংগ্রেস আসরে নামতেই পাল্টা জবাব দিতে সরব হয়েছে পদ্মবাহিনীও। উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় একটি বোতলে ৩০ কেজি আরডিএক্স রাখা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। হামলার পর ঘটনাস্থল থেকে বোতলের টুকরো অংশ উদ্ধার করেছেন তদন্তকারীরা।

Advertisment

ইউসুফের আরডিএক্স খোঁচার জবাব দিতে গিয়ে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ বলেছেন, ইউসুফ "দায়িত্বজ্ঞানহীন" মন্তব্য করেছেন। দিল্লি বিজেপির সহ-সভাপতি রাজীব বব্বর বলেছেন, ইউসুফ যেভাবে এদিন মোদীকে আক্রমণ করলেন, তাতে কংগ্রেসের "দু’মুখো" চেহারা সামনে এল।

আরও পড়ুন: "পুলওয়ামা হামলার সময় মোদী ক্যামেরার সামনে শুটিং করছিলেন"

এ প্রসঙ্গে রাজীব বব্বর বলেছেন, "কয়েকটা দিনও ওঁরা অপেক্ষা করতে পারলেন না। নিরাপত্তা বাহিনীকে অসম্মান করছেন। সর্বদলীয় বৈঠকে সরকারের পাশে থাকার বার্তা দিয়েছিলেন। তারপরই রাজনৈতিক উদ্দেশ্যে লজ্জাজনক মন্তব্য করতে শুরু করেছেন।" ইউসুফের মন্তব্য "আপত্তিজনক" বলে সরব হয়েছেন দিল্লি বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মহম্মদ হারুণও।

বিজেপির সমালোচনা সত্ত্বেও নিজের মন্তব্যে অনড় ইউসুফ। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা পিটিআইকে ওই কংগ্রেস নেতার সাফ জবাব, "যা বলেছি, সেটাই বাস্তব। আপনারা কি অস্বীকার করতে পারেন? মেরুকরণের জন্য গণপিটুনি করা হচ্ছে। আপনি তিন কেজি গো-মাংস উদ্ধার করতে পারেন, নিরীহদের পিটিয়ে মারতে পারেন, কিন্তু ৩৫০ কেজি আরডিএক্স খুঁজে পান না? মোদীকে কি নিরাপত্তা বাহিনী কিছু জানায়নি?"

Read the full story in English

CONGRESS bjp
Advertisment