Advertisment

গান্ধীজির হাতেও ঝাড়ু ধরাতে চেয়েছিলেন মোদি!

স্বচ্ছ ভারত অভিযানে মহাত্মা গান্ধীকেও ছাড়েননি প্রধানমন্ত্রী। স্বচ্ছ ভারত অভিযানে দেশবাসীকে আরও সচেতন করতে জাতির জনকের হাতেও ঝাঁটা ধরানোর প্রস্তাব দিয়েছিলেন মোদি।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahatma Gandhi, মহাত্মা গান্ধী

মহাত্মা গান্ধীর মূর্তি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস/মাদাম তুসোর ওয়েবসাইট

চারদিকে ধুলো, রাস্তায় প্লাস্টিকের জঞ্জালের স্তূপ, কোথাও বা পানের পিক...‘ছি ছি এত্তা জঞ্জাল!’ দেশের কোণায় কোণায় জঞ্জাল সাফাইয়ের গুরুদায়িত্ব ক্ষমতায় আসার পর নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শুরু করেছিলেন ‘স্বচ্ছ ভারত অভিযান’। যে অভিযানে পাশে থেকেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশকে স্বচ্ছ করতে মোদির অনুপ্রেরণায় তামাম সেলেব্রিটি থেকে আম-আদমি, সকলেই ঝাঁটা হাতে সাফাইয়ের কাজে হাত লাগিয়েছেন। এমনকি এই অভিযানে মহাত্মা গান্ধীকেও ছাড়েননি প্রধানমন্ত্রী। স্বচ্ছ ভারত অভিযানে দেশবাসীকে আরও সচেতন করতে জাতির জনকের হাতেও ঝাঁটা ধরানোর প্রস্তাব দিয়েছিলেন মোদি।

Advertisment

মহাত্মা গান্ধীর হাতে ঝাঁটা! ব্যাপারটা বুঝলেন না তো? এ দেশে মাদাম তুসোর প্রথম মিউজিয়ামের দরজা খুলেছিল গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে। খ্যাতনামা ব্যক্তিত্বদের প্রতিকৃতি মোম দিয়ে গড়ে চোখ ধাঁধিয়ে দেয় মাদাম তুসো কর্তৃপক্ষ। এবার দিল্লিতে তাঁদের প্রথম মিউজিয়ামে নরেন্দ্র মোদির মোমের মূর্তি বানানোর ইচ্ছেপ্রকাশ করেছিলেন মাদাম তুসো-র আধিকারিকরা। এ নিয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবও পাঠিয়েছিলেন তাঁরা। মাদাম তুসো কর্তৃপক্ষের এহেন প্রস্তাব শুনে মোদি পাল্টা প্রস্তাব দিয়েছিলেন তাঁদের। কী ছিল সেই প্রস্তাব? মাদাম তুসো কর্তৃপক্ষকে মোদি জানিয়েছিলেন, ‘‘এ দেশে আপনাদের প্রথম মিউজিয়ামে আমার প্রতিকৃতি বানাতে চান আপনারা। আমার একটা আর্জি রয়েছে, যদি আপনারা আমার বদলে, মহাত্মা গান্ধীর মূর্তি বানান, যেখানে তিনি ঝাড়ু হাতে চারপাশ সাফাই করছেন, তাহলে ভাল হয়। ঝাড়ু হাতে গান্ধিজীর ছবিও না হয় আপনাদের পাঠাব।’’

হ্যাঁ, মাদাম তুসো কর্তৃপক্ষকে মোদি এমন আর্জিই করেছিলেন। এর প্রেক্ষিতে অবশ্য যুক্তিও দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদি বলেছেন, ‘‘ঝাড়ু হাতে গান্ধিজীর এই অবতার সামনে এলে, স্বচ্ছ ভারত অভিযান নিয়ে দেশবাসীর কাছে সচেতনতামূলক বার্তা যাবে। এক সাক্ষাৎকারে মাদাম তুসো কর্তৃপক্ষকে এ কথা জানিয়েছিলেন মোদি। স্বাধীনতা দিবসের প্রাক্কালে সেই ভিডিও শেয়ার করেছে মাদাম তুসো কর্তৃপক্ষ।

আরও পড়ুন, স্বাধীনতা দিবসে গুয়াহাটিতে দেশের তৃতীয় উচ্চতম জাতীয় পতাকা ওড়া নিয়ে সংশয়

অন্যদিকে রাজধানীতে মাদাম তুসোর মিউজিয়াম গড়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন,‘‘ভারতে আপনাদের মিউজিয়াম বানানোর সিদ্ধান্তকে স্বাগত জানাই। যদি সম্ভব হয়, দেশের অন্য প্রান্তেও বানান।’’ এ দেশে মাদাম তুসো মিউজিয়াম হলে, পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলেই মত প্রধানমন্ত্রীর।

PM Narendra Modi Madame Tussauds national news
Advertisment