৪০ মিনিট পর মোদী-মমতা বৈঠক শেষ হল প্রধানমন্ত্রীর বাসভবনে। শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিপুল বকেয়া-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে মোদী-মমতা বৈঠক করেছেন বলে সূত্রের খবর। সাত নম্বর রেসকোর্সে প্রধানমন্ত্রীর বাসভবনে। প্রায় ৪০ মিনিট ধরে চলে এই বৈঠক। এই বৈঠকের পর সন্ধে সাতটা নাগাদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা। ৭ অগস্ট নীতি আয়োগের বৈঠকে অংশ নেবেন মুখ্যমন্ত্রী।
যদিও বিরোধীদের খোঁচা, ইডি-সিবিআই নিয়ে জেরবার রাজ্য সরকার। সম্প্রতি নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে চাপে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাই সেটিং করার জন্য মোদীর সঙ্গে বৈঠক করেছেন মমতা। তবে তৃণমূলের দাবি, জিএসটি বকেয়া নিয়ে কেন্দ্রের কাছে দরবার করছেন মমতা। এদিন বৈঠকের পর প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রী। তার পর চলে যান রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। রাইসিনা হিলসে তিনি দেখা করবেন দ্রৌপদী মুর্মুর সঙ্গে।
বিস্তারিত আসছে...