Advertisment

PM Narendra Modi Mann Ki Baat Highlights: তৃতীয় বার সরকার গঠনের পর মোদীর প্রথম 'মন-কি-বাত', টিম ইন্ডিয়াকে জয়ের শুভেচ্ছা

তৃতীয় বার সরকার গঠনের পর মোদীর প্রথম 'মন-কি-বাত'।

author-image
IE Bangla Web Desk
New Update
Mann Ki Baat',Mann ki baat,Mann Ki Baat LIVE,PM Modi,PM

তৃতীয় বার সরকার গঠনের পর মোদীর প্রথম 'মন-কি-বাত'।

Mann Ki Baat Updates: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে জয়ের পর আজ প্রথমবারের জন্য 'মন কি বাত' অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর সঙ্গে নিজের মতামত ভাগ করে নিয়েছেন। এটি মন কি বাতের ১১১ তম পর্ব। আজ গোটা দেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের জয়ের উদযাপনে মগ্ন।

Advertisment

তৃতীয় বার সরকার গঠনের পর এটাই মোদীর প্রথম 'মন-কি-বাত'। ৩০ জুন আদিবাসী দিবসে সিধু কানহোকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রী মোদীর। তিনি বলেন, 'ঝাড়খণ্ডের অমর সন্তান সিধু কানহো'। পাশাপাশি মোদী উল্লেখ করেন, মাতৃ স্মৃতিতে গাছ লাগানোর প্রবণতা বাড়ছে। বিশ্ব পরিবেশ দিবস থেকে 'মায়ের নামে' একটি গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত জয় পেয়েছে। এই জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। লোকসভা নির্বাচনে জয়ের পর আজ প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে। নতুন সরকারের এজেন্ডা নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আপনারা আমাকে লক্ষ লক্ষ বার্তা পাঠিয়েছেন- প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ থেকে আবার 'মন কি বাত'-এ আমরা এমন দেশবাসীদের কথা তুলে ধরব যারা তাদের কাজের মাধ্যমে সমাজ ও দেশে পরিবর্তন আনছেন। আমরা আমাদের সমৃদ্ধ সংস্কৃতি, গৌরবময় ইতিহাস এবং উন্নত ভারতের প্রচেষ্টা নিয়ে আলোচনা করব। আমি এটা দেখে মুগ্ধ। ২৫ ফেব্রুয়ারি থেকে মন-কি-বাত বন্ধ থাকলেও আপনারা আমাকে লক্ষ লক্ষ মেসেজ পাঠিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'আজ সেই দিন এসেছে যার জন্য আমরা সবাই ফেব্রুয়ারি থেকে অপেক্ষা করছিলাম। আমি আবারও ‘মন কি বাত’-এর মাধ্যমে আপনাদের এবং আমার পরিবারের সদস্যদের মাঝে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী মোদীর 'মন কি বাত' ২৫ ফেব্রুয়ারি শেষবার সম্প্রচারিত হয়েছিল, তারপরে লোকসভা নির্বাচনের বিধিনিষেধের কারণে সেটি বন্ধ ছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে ফোনে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে কথা বলেন এবং পুরো দলকে অভিনন্দন জানান। এই সময়, তিনি রোহিত শর্মাকে তার চমৎকার অধিনায়কত্বের জন্য অভিনন্দন জানান এবং তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রশংসা করেন।

আদিবাসী ভাই-বোনেরা 'হুল দিবস' হিসেবে পালন করছে
মোদী বলেন, আজ ৩০ জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমাদের আদিবাসী ভাই-বোনেরা এই দিনটিকে 'হুল দিবস' হিসেবে পালন করে। যারা বিদেশী শাসকদের অত্যাচারের বিরোধিতা করেছিলেন।

'মন কি বাত'-এ প্যারিস অলিম্পিকের কথা উল্লেখ করলেন প্রধানমন্ত্রী মোদী বললেন- এবার আমরা অন্যরকম রোমাঞ্চ দেখব
প্যারিস অলিম্পিকের চলমান প্রস্তুতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, যে টোকিওতে আমাদের খেলোয়াড়দের পারফরম্যান্স প্রত্যেক ভারতীয়ের মন জয় করেছে। এখন প্যারিস অলিম্পিকের প্রস্তুতি চলছে। প্যারিস অলিম্পিকে প্রথমবারের মতো কিছু বিষয় সামনে আসবে যা আমাদের মন জয় করবে। প্রধানমন্ত্রী বলেন, শুটিংয়ে আমাদের খেলোয়াড়দের প্রতিভা সামনে আসছে। পুরুষ ও মহিলা উভয় দলই টেবিল টেনিসে যোগ্যতা অর্জন করেছে। আমাদের শ্যুটার মেয়েরাও ভারতীয় শটগান ইভেন্টে যোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন : < National Commission for Women: প্রবল চাপের মুখে মমতা, মাথাভাঙা কাণ্ডে কোচবিহারে জাতীয় মহিলা কমিশন >

কেরলের বিশেষ ছাতার উল্লেখ

‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদী এক বিশেষ ধরনের ছাতার কথা বলেছিলেন। তিনি বলেন, এই ছাতাগুলো আমাদের কেরলে তৈরি হয়। তিনি বলেন, “কেরলার সংস্কৃতিতে ছাতার বিশেষ গুরুত্ব রয়েছে। ছাতা সেখানকার অনেক ঐতিহ্য ও আচার-অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আমি যে ছাতাগুলির কথা বলছি তা হল ‘কার্থুম্বি ছাতা’ এবং সেগুলি কেরালার আট্টপাডিতে তৈরি করা হয়।”এই ছাতাগুলো আদিবাসী বোনেরা তৈরি করে। আজ সারা দেশে এই ছাতার চাহিদা রয়েছে। সেগুলো অনলাইনেও বিক্রি হচ্ছে।

অন্ধ্রের বিশেষ কফির কথা উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী মোদী
দেশবাসীকে একটি বিশেষ কফির কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছিলেন যে ভারতের অনেক পণ্য রয়েছে যেগুলির সারা বিশ্বে প্রচুর চাহিদা রয়েছে এবং যখন আমরা দেখি ভারতের যে কোনও স্থানীয় পণ্য বিশ্বব্যাপী চলছে, তখন গর্বিত হওয়া স্বাভাবিক। তেমনই একটি পণ্য হল আরাকু কফি। অন্ধ্রপ্রদেশের আরাকু কফি তার স্বাদ এবং গন্ধের জন্য বিশ্বব্যাপী পরিচিত।

সারা বিশ্বে যোগ দিবস পালিত হচ্ছে- প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী সম্প্রতি পালিত যোগ দিবসের গুরুত্ব সম্পর্কে কথা বলেন এবং জীবনের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ তা জানান। তিনি বলেন, চলতি মাসে সারা বিশ্ব পূর্ণ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে দশম যোগ দিবস। আমি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত যোগব্যায়াম অনুষ্ঠানেও অংশ নিয়েছিলাম। মেয়েরাও যোগ দিবসে উৎসাহের সঙ্গে অংশ নিয়েছিল।

মোদী বলেন, "আজ আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের সংবিধান এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের অটল বিশ্বাস রেখেছেন। ২০২৪ সালের নির্বাচন ছিল বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন। এত বড় নির্বাচন পৃথিবীর কোনো দেশে হয়নি। এই নির্বাচনে ৬৫ কোটি মানুষ ভোট দিয়েছেন।”

তুর্কমেনিস্তানে ভারত সম্মানিত- প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট বিশ্বের ২৪ জন বিখ্যাত মূর্তি উন্মোচন করেন। এই মূর্তিগুলির মধ্যে একটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা বিশ্বকবির প্রতি শ্রদ্ধা, ভারতের প্রতি শ্রদ্ধা।

modi maan-ki-bat
Advertisment