Advertisment

'সোশাল মিডিয়া ছাড়ব ভাবছি', টুইটে জল্পনা উস্কালেন মোদী

বিশ্বে সোশাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী। এহেন পরস্থিতিতে আচমকাই একটি টুইট করে বিতর্ক উস্কে দিয়েছেন মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi Rajya Sabha word expunged, মোদীর শব্দ বাদ রাজ্যসভায়, রাজ্যসভায় মোদীর ভাষণ, Modi Rajya Sabha speech, মোদীর শব্দ বাদ, মোদীর ভাষণের শব্দ বাদ, রাজ্যসভায় মোদির শব্দ বাদ, মোদী, মোদি, প্রধানমন্ত্রী, Modi speech Parliament, Speaker Expung Modi world, indian express bangla

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোশাল মিডিয়াকে যেসব রাজনীতিকরা ব্যক্তি প্রচার থেকে রাজনৈতিক কৌশলের হাতিয়ার করেছেন, তাঁদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে সোশাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাও ক্রমশ ঊর্ধ্বমুখী। এহেন পরস্থিতিতে আচমকাই একটি টুইট করে বিতর্ক উস্কে দিয়েছেন মোদী। সোমবার রাতে টুইটে তিনি লেখেন, 'ভাবছি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটারের মত সমস্ত সোশাল মিডিয়া থেকে এই রবিবারই সরে যাব। আপনাদের জানিয়ে দেব'। তবে ঠিক কী কারণে এই সিদ্ধান্ত তা স্পষ্ট করেননি প্রধানমন্ত্রী।

Advertisment

মোদীর টুইট ঘিরেই শুরু রাজনৈতিক তরজাও। প্রধানমন্ত্রীর টুইটের পরই তাঁকে উদ্দেশ্য করে পাল্টা টুইট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লেখেন, 'বিদ্বেষ ছাড়ুন, সোশাল মিডিয়া অ্যাকাউন্ট নয়'।

তারপরই রাহুলকে বিঁধে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সোশাল মিডিয়ায় লেখেন, 'এই কারণেই কী সোশাল মিডিয়ায় সোনিয়া গান্ধীর কোনও অ্যাকাউন্ট নেই?'

সোশাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরেই রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। ২০০৯ সালে টুিটারে যোগ দেন নমো। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ৫ কোটি ৩৩ লাখ। ইন্সটাগ্রাম ও ইউটিউবেও তাঁর ফলোয়ার সংখ্যা যথাক্রমে ৩.৫ কোটি এবং ৪৫ লক্ষ। এহেন প্রধানমন্ত্রীর হঠাৎ সোশাল মিডিয়া ত্যাগের ইচ্ছা প্রকাশ ঘিরে নানা জল্পনা।

আরও পড়ুন: ‘গজুভাই আপনি গজা খেয়ে বাংলা চালাবেন?’ মোদী-শাহকে আক্রমণ মমতার

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনই মোদী সোশাল মিডিয়াকে প্রচারের বা যোগাযোগের অন্যতম হাতিয়ারে পরিণত করেছিলেন। প্রধানমন্ত্রী হওয়ার পর যা এক অন্যমাত্রায় নিয়ে গিয়েছেন। পেশাদার দল দিয়ে তিনি সোশাল মিডিয়া পরিচালনা করেন। সোশাল মিডিয়াতেই ভাল প্রশান থেকে আচ্ছে দিনের স্বপ্ন ফেরি করেছেন মোদী। দুনিয়াজুড়ে ডিজিটাল বিপ্লবের সঙ্গে ভারতকে যুক্ত করার চেষ্টা করেছেন। দেশ, বিদেশের বড় ঘটনা তো বটেই বিখ্যাত কারও জন্মদিনেও শুভেচ্ছে জানাতে সোশাল মিডিয়াকে ব্যবহার করেন পদ্ম শিবিরের এই 'পোস্টার বয়'। প্রশ্ন- তাহলে আচমকাই কেন সামাজিক মাধ্যম ছাড়ার কথা ভাবছেন?

নোটবন্দি থেকে জিএসটি- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব ঘোষণাই ছিল নাটকীয়। ভবিষ্যতে কী তাহলে সোশাল মিডিয়ায় থাকা-না থাকা নিয়েও বড় ঘোষণা করতে চলেছেন মোদী?

Read  the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

rahul gandhi bjp PM Narendra Modi
Advertisment