Advertisment

Vibrant Gujarat Summit: 'আগামী ২৫ বছরে 'উন্নত ভারত' গড়াই লক্ষ্য', আত্মবিশ্বাসের সুর মোদীর গলায়

গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'সম্প্রতি ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। এখন ভারত আগামী ২৫ বছরের লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi Vibrant Gujarat Global Summit

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিটের 10 তম সংস্করণে ভাষণ দিয়েছেন। (এক্সপ্রেস ছবি: নির্মল হরিন্দ্রন)

'আগামী ২৫ বছরে ভারতকে উন্নত করার লক্ষ্য…' ভাইব্রেন্ট গুজরাট সামিটে একথা বললেন প্রধানমন্ত্রী মোদী।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার ভাইব্রেন্ট গুজরাট সামিট উদ্বোধন করেন এবং এই সময়ে তিনি এক ভাষণে বলেন, আগামী ২৫ বছরে ভারতকে উন্নত করাই সরকারে একমাত্র লক্ষ্য। গান্ধীনগরে ভাইব্রেন্ট গুজরাট গ্লোবাল সামিট ২০২৪-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'সম্প্রতি ভারত স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ করেছে। এখন ভারত আগামী ২৫ বছরের লক্ষ্যে কাজ করছে সরকার। স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভারত একটি উন্নত দেশে পরিণত হবে। এই ২৫ বছরের এই সময়কাল ভারতের অমৃত কাল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন আরও বলেছেন, 'আমার গ্যারান্টি হল আগামী কয়েক বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা। ভারত বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম শক্তি। ভাইব্রেন্ট গুজরাট সামিট নবিনিয়োগ এবং রিটার্নের জন্য নতুন পথ খুলে দিয়েছে। ২০২৪ সালের থিম 'গেটওয়ে টু দ্য ফিউচার'। একবিংশ শতাব্দীর ভবিষ্যৎ আমাদের প্রচেষ্টা ও অঙ্গীকারের মাধ্যমেই জীবন্ত হয়ে উঠবে। ভারত G20 সভাপতিত্বের সময়, ভবিষ্যতের জন্য একটি রোডম্যাপ তৈরি করেছে। আজ আমরা সেই দৃষ্টিকে এগিয়ে নিয়ে যেতে চাই'।

প্রধানমন্ত্রী মোদী এদিনের ভাষণে বলেন, 'আজ ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে, যেখানে ১০ বছর আগে ভারত ছিল ১১তম স্থানে। আগামী কয়েক বছরে ভারত বিশ্বের শীর্ষ তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠবে। এমন এক সময়ে যখন পৃথিবী নানা অনিশ্চয়তায় ঘেরা। তখন ভারত বিশ্বে আস্থার নতুন রশ্মি হিসেবে আবির্ভূত হয়েছে'।

প্রধানমন্ত্রী মোদী বলেন, 'ভাইব্রেন্ট গুজরাট সামিট অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের জন্য একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। ভারত এবং সংযুক্ত আরব আমিরাশাহী উন্নত আগামীর লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে। সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলি ভারতের বন্দর পরিকাঠামোর জন্য বিলিয়ন ডলার বিনিয়োগ করতে সম্মত হয়েছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহী তাদের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাতে সক্ষম হয়েছে'।

modi
Advertisment