Advertisment

রাত পোহালেই উদ্বোধন 'গণতন্ত্রের মন্দির'-এর, তার আগে প্রশংসায় ভরালেন প্রধানমন্ত্রী

বয়কট ২০টি দলের। তবে ২৫টি দল অংশগ্রহণের আশ্বাসও দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi and New Parliament Building

রবিবার (আগামিকাল) ২৮ মে, নতুন সংসদ ভবনের উদ্বোধন হতে চলেছে। অনুষ্ঠানটি সাতসকালে যজ্ঞ এবং বিভিন্ন-ধর্মীয় প্রার্থনার মাধ্যমে শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভায় এই নতুন সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ইতিমধ্যে লোকসভা ও রাজ্যসভা-সহ নতুন ভবনের বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রীর ঘুরে দেখার ছবি প্রকাশিত হয়েছে। নতুন সংসদ ভবনের উদ্বোধনীতে ২০টি বিরোধী দল প্রতিনিধি পাঠাবে না-বলে সিদ্ধান্ত নিয়েছে। তবে, ২৫টি দল অংশ নেবে বলেও কথা দিয়েছে।

Advertisment

সেসবের আগে নতুন সংসদ ভবনকে 'গণতন্ত্রের মন্দির' বলে বর্ণনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নতুন সংসদ ভবন সম্পর্কে বলতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন যে, এই ভবন আগামী দিনে দেশের উন্নয়নের গতিপথকে ত্বরান্বিত করবে। পাশাপাশি, লক্ষ লক্ষ মানুষের ক্ষমতায়নের সাক্ষী হবে।

মোদী তাঁর টুইটারে 'মাই পার্লামেন্ট মাই প্রাইড' হ্যাশট্যাগ-সহ নতুন ভবনের একটি ভিডিও শেয়ার করার জন্য বিভিন্ন ব্যক্তির কাছে আহ্বান জানিয়েছিলেন। সেই সূত্র ধরে প্রধানমন্ত্রী দাবি করেছেন, দেশবাসী আবেগের সঙ্গে নতুন পার্লামেন্টের প্রতি গর্বিত মনোভাব প্রকাশ করছে। জাতি যে একটি নতুন সংসদ ভবন পাচ্ছে, আর সেই সংসদ ভবন জনগণের আশা-আকাঙ্খা পূরণের চেষ্টা চালিয়ে যাবে, সেই আশাও প্রকাশ করেছেন দেশবাসী।

পাশাপাশি, নতুন সংসদ ভবনের প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরির একটি টুইটও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী। মোদী টুইট করেছেন, 'এই গণতন্ত্রের মন্দির ভারতের উন্নয়নের গতিপথকে শক্তিশালী করে লক্ষ লক্ষ ক্ষমতায়ন অব্যাহত রাখুক।' তাঁর এই টুইটের সঙ্গে 'মাই পার্লামেন্ট, মাই প্রাইড' ট্যাগও ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি, নতুন সংসদ ভবন এবং বিভিন্ন ব্যক্তির ভয়েস ওভারের সঙ্গে প্রকাশিত ভিডিও-সহ বেশ কয়েকজনের পোস্ট পুনরায় টুইটও করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- নির্বাচনের বছর, রাজনীতিবিদরা লাইন দিচ্ছেন ‘শাস্ত্রী’র দরবারে

মোদী শুক্রবার বলেছিলেন যে নতুন সংসদ ভবন প্রতিটি ভারতীয়কে গর্বিত করবে। কারণ তিনি টুইটারে নবনির্মিত কমপ্লেক্সের একটি ভিডিও পোস্ট করেছেন। জনগণকে এই পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হ্যাশট্যাগ 'MyParliamentMyPride'-সহ শেয়ার করার আহ্বান জানিয়েছিলেন। মোদী জনসাধারণের কাছে ভয়েসওভার-সহ নতুন সংসদ ভবনের ভিডিওটি শেয়ার করার জন্য আবেদন জানিয়েছিলেন।

Parliament modi Oppositions
Advertisment