Advertisment

PM Modi In Jhabua: 'দলিত, আদিবাসী, জনজাতি সমাজ ভোটব্যাংক নয়, দেশের অহংকার', কংগ্রেসকে বিঁধে ৪০০ পারের বার্তা মোদীর

মোদী তাঁর ভাষণে বলেন, 'আজ আমাদের সরকারে সবচেয়ে বঞ্চিত ও সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোই প্রথম অগ্রাধিকার।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi in Jhabua"," PM Modi in Madhya Pradesh"," PM Modi asks voters to ensure polling of 370 additional votes"," PM Modi attacks congress in Madhya Pradesh",

মোদী তাঁর ভাষণে বলেন, 'আজ আমাদের সরকারে সবচেয়ে বঞ্চিত ও সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোই প্রথম অগ্রাধিকার।

মধ্যপ্রদেশের ঝাবুয়া থেকে নির্বাচনী প্রচার শুরু করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাবুয়ায় পৌঁছানোর আগেই ইন্দোর বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপি নেতারা। এরপর হেলিকপ্টারে করে ঝাবুয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো মধ্যপ্রদেশে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাবুয়ায় পৌঁছানোর পরে, মঞ্চে মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রধানমন্ত্রী মোদীকে সম্মান জানান। এরপর মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মোদী। 'আদিবাসী মহাকুম্ভে' ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, যে 'আমি লোকসভা নির্বাচনের জন্য এখানে আসিনি। আমি এসেছি এখানকার জনগণকে ধন্যবাদ জানাতে'।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার মধ্যপ্রদেশের ঝাবুয়া পৌঁছেছেন। সেখানে তিনি ৭,৫৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর পরে প্রধানমন্ত্রী মোদী 'আদিবাসী মহাকুম্ভে' অংশ নেন। জনগণের উদ্দেশে তিনি বলেন 'আমি এখানে একজন সেবক হয়ে এসেছি'। এই সফরের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী ঝাবুয়া সীমান্তবর্তী রাজস্থান ও গুজরাটের আদিবাসীদেরও আকৃষ্ট করার চেষ্টা করেন। সফরকালে, প্রধানমন্ত্রী মোদী একটি রোড শো'তে অংশ নেন। এ সময় মানুষ 'মোদী-মোদী' স্লোগান দিতে থাকেন সেখানে হাজির মানুষজন। পুষ্পবৃষ্টিতে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। মুখ্যমন্ত্রী মোহন যাদব এবং কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডাকেও প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রোড শো'তে অংশ নিতে দেখা যায়।

জনসভায় ভাষণ দেওয়ার সময় মোদী বলেন, 'কিছুদিন আগে মধ্যপ্রদেশের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেছি। উন্নয়নমূলক কাজই বলে দিচ্ছে যে মধ্যপ্রদেশে নবগঠিত ডাবল ইঞ্জিন সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে। উন্নয়নের এই মেগা অভিযানের কৃতিত্ব মধ্যপ্রদেশের মানুষের। এর জন্য আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাতে চাই'। বিধান সভা নির্বাচনে বিজেপির জয়ের জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানিয়ে মোদী বলেন, ''মধ্যপ্রদেশ বিধানসভার ফলাফল থেকে আপনারা ইতিমধ্যেই আপনাদের লোকসভা ভোটের মতামতকে তুলে ধরেছেন। বিরোধীরা ইতিমধ্যেই বলতে শুরু করেছে- '২০২৪ সালে ৪০০ পার, আরও একবার আবার মোদী সরকার…'।

আরও পড়ুন : < Pakistan election results: তিন দিন পরও ফল প্রকাশে ব্যর্থ কমিশন, কী কারণে দেরি? >

প্রধানমন্ত্রী মোদী এদিন তাঁর ভাষণে আরও বলেন, 'এখানে আসার আগে আমি দেখেছি যে আমার সফর নিয়ে অনেক আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, মধ্যপ্রদেশের ঝাবুয়া থেকে লোকসভার লড়াই শুরু করবেন মোদী। আমি বলতে চাই যে মোদী লোকসভা নির্বাচনের প্রচারে এখানে আসেননি। ভগবানের রূপে মধ্যপ্রদেশের জনগণকে ধন্যবাদ জানাতে একজন 'সেবক' হয়ে এসেছেন মোদী'।

বিগত দিনে রাজ্য দুটি যুগের সাক্ষী থেকেছে বলে উল্লেখ করে মোদী বলেন, 'মধ্য প্রদেশের মানুষ দুটি যুগের সাক্ষী থেকেছেন। ডাবল ইঞ্জিন সরকারের যুগ এবং অন্যটি ছিল কংগ্রেসের আমলের অন্ধকার যুগ। তরুণদের হয়তো মনেও নেই যে আজকে উন্নয়নের পথে দ্রুত ছুটে চলা মধ্যপ্রদেশ বিজেপি সরকারের আগে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া রাজ্যগুলির মধ্যে একটি বলে গণ্য করা হত। এর কারণ গ্রাম, গরিব ও আদিবাসী এলাকা নিয়ে কংগ্রেসের বিদ্বেষপূর্ণ মনোভাব। কংগ্রেস উপজাতীয় সমাজের উন্নয়ন নিয়ে কখনও ভাবেনি। তাদের সম্মানের কথাও চিন্তা করেনি। তাদের কাছে উপজাতীয় জনগণের অর্থ ছিল মাত্র কয়েকটি ভোট'।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, 'আমাদের কাছে জনজাতি-দলিত-আদিবাসী সমাজ মানে ভোটব্যাঙ্ক নয়, তারাই দেশের গর্ব। আপনার সম্মান এবং আপনার উন্নয়নও… এটাই মোদীর গ্যারান্টি। আপনার স্বপ্ন, আপনার সন্তানদের স্বপ্ন, যুবকদের স্বপ্ন পূরণ এটাই মোদীর সংকল্প'।

কংগ্রেসকে নিশানা করে মোদী এদিন বলেন, 'এতগুলো বছরে মাত্র ১০০ টি একলব্য স্কুল খুলেছে কংগ্রেস। যেখানে বিজেপি সরকার তার ১০ বছরে চারগুণ বেশি একলব্য স্কুল খুলেছে। শিক্ষার অভাবে একটি উপজাতীয় শিশুও যাতে পিছিয়ে না পড়ে সেদিকেই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, 'আজ আমাদের সরকারে সবচেয়ে বঞ্চিত ও সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোই প্রথম অগ্রাধিকার। আমরা সবচেয়ে পিছিয়ে পড়া আদিবাসী গোষ্ঠীগুলির জন্য প্রধানমন্ত্রী-জনমান যোজনা শুরু করেছি। যে আদিবাসী সমাজ এখন পর্যন্ত উন্নয়নের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ছিল, জনমান যোজনার আওতায় আদিবাসী সমাজের দ্রুত বিকাশ শুরু হয়েছে। এতে উপকৃত হচ্ছেন এলাকার উপজাতি গোষ্ঠীর মানুষ'।

আরও পড়ুন : < Lok Sabha Elections 2024: লোকসভার লড়াইয়ে দেখা নেই হেভিওয়েট নেতার, হাইকমাণ্ডের সিদ্ধান্তের দিকেই নজর >

নরেন্দ্র মোদী বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি একাই ৩৭০ টিরও বেশি আসন পাবে। সেই সঙ্গে কংগ্রেসকে নিশানা করে মোদী বলেন, ' ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যাবে'। প্রধানমন্ত্রী উল্লেখ করেন' আমাদের কাছে আপনার ভোট নয়, আপনার জীবন গুরুত্বপূর্ণ। এটাই আমাদের এবং কংগ্রেসের মধ্যে পার্থক্য। আর এর মধ্য দিয়েই আমরা মধ্যপ্রদেশকে একটি পিছিয়ে পড়া রাজ্য থেকে উন্নয়নশীল রাজ্যে বদল করতে সক্ষম হয়েছি'।

modi loksabha election 2024
Advertisment