Advertisment

'হিন্দু হৃদয় সম্রাট মোদী', প্রধানমন্ত্রীকে কটাক্ষ শশী থারুরের

মোদী সরকারের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির বিরাট অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya, Ram Mandir, Ram mandir pran prathistha, Ram mandir ceremony, ram mandir innaugration Congress, Ram Mandir ayodhya, Shashi Tharoor, congress mp Shashi Tharoor, Shashi Tharoor attack on narendra modi, Shashi Tharoor on election, Shashi Tharoor on ram mandir,

মোদী সরকারের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির বিরাট অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

জানুয়ারিতেই রাম মন্দিরের উদ্বোধন। এরপরই ফেব্রুয়ারিতে আবুধাবিতে হিন্দু মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। আর এই নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে ধর্মের নামে রাজনীতির বিরাট অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। ২৪-এর নির্বাচনের আগে মোদী সরকারকে বেশ কয়েকটি জাতীয় ইস্যুতে কোনঠাসা করেছেন কংগ্রেস সাংসদ।

Advertisment

২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগে এই ইস্যু নিয়ে রাজনীতিও তীব্র হয়েছে। ক্ষমতাসীন বিজেপি এবং বিরোধী দলগুলি একে অপরকে কোণঠাসা করতে ব্যস্ত। মন্দিরে ইস্যুতেই বিজেপি ও নরেন্দ্র মোদী সরকারকে কড়া আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

২২ শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন এবং কয়েক দিন পরে আবুধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন সম্পর্কে, শশী থারুর বলেছেন যে এই দুটি ঘটনাই স্রেফ মোদীর নির্বাচনী চমক। শশী থারুর ভবিষ্যদ্বাণী করেছেন, যে এর পরেই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। থারুর বলেছেন, ২৪-এর নির্বাচনের আগে নরেন্দ্র মোদী দেশকে বার্তা দিতে চান যে তিনি একজন 'হিন্দু হৃদয় সম্রাট'। পাশাপাশি তিনি 'আচ্ছে দিন' প্রসঙ্গে মোদীকে কোনঠাসা করেছেন।

একদিকে রাম মন্দির উদ্বোধনে বিরোধীরা অংশ নেবেন কি না তা নিয়ে তারা নিজেরাই সন্দিহান, অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী ফেব্রুয়ারিতেই আবুধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করবেন। দুই ইস্যুতেই কংগ্রেস সাংসদের নিশানায় প্রধানমন্ত্রী।

বেকারত্ব ও সুদিন নিয়েও প্রশ্ন

থারুর বলেছেন, "২৪-এর নির্বাচনের আগে বিজেপি নরেন্দ্র মোদীকে হিন্দু হৃদয় সম্রাট হিসাবে উপস্থাপন করার তোড়জোড় করছে। কংগ্রেস সাংসদ বলেছেন, প্রশ্ন উঠছে, আচ্ছে দিনের কী হল? প্রতি বছরে ২ কোটি কর্মসংস্থানের কতটুকু বাস্তবায়িত হয়েছে? প্রতিটি ভারতীয়'র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লাখ টাকার কী হল?

একই সময়ে, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের সভাপতি স্যাম পিত্রোদা বলেছেন যে রাম মন্দিরের উদ্বোধন জাতীয় ইস্যুতে পরিণত হওয়ায় তিনি কার্যতই হতাশ। শশী থারুরও একই মত প্রকাশ করেন এবং বলেছিলেন যে ধর্ম একটি ব্যক্তিগত বিষয় এবং তিনিও রাম মন্দির পরিদর্শন করতে চান, তবে ২০২৪ সালের নির্বাচনের আগে উদ্বোধনের দিনে নয়। থারুর এর আগেও স্পষ্ট করেছিলেন যে তিনি রামমন্দির উদ্বোধনে কোনও আমন্ত্রণ পাননি।

modi Sashi Tharoor
Advertisment