Advertisment

বড় ধাক্কা বিজেপি-র আইটি সেল প্রধানের, বিরাট অভিযোগে দায়ের এফআইআর!

অন্যতম শীর্ষ বিজেপি নেতার বিরুদ্ধে অতীতেও বারবার অভিযোগ উঠেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
beef is lifestyle in meghalaya says state bjp chief earnest mawrie, গো-মাংস খাই, আরও খাব, প্রকাশ্যেই বলছেন বিজেপির রাজ্য সভাপতি!

নরেন্দ্র মোদী, অমিত শাহ

কর্ণাটক পুলিশ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে পোস্ট করা একটি ভিডিওর জন্য বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে। মঙ্গলবার হাই গ্রাউন্ডস থানায় দায়ের করা এফআইআরটি কেপিসিসি (কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটি) কমিউনিকেশন এবং সোশ্যাল মিডিয়া বিভাগের কো-চেয়ারম্যান রমেশ বাবুর দায়ের করা অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। বাবু তাঁর অভিযোগে মালব্যকে মিথ্যা তথ্য ছড়ানোর মাধ্যমে 'ভোটারদের মধ্যে শত্রুতা তৈরির ষড়যন্ত্র' করার অভিযোগে কাঠগড়ায় তুলেছেন। অভিযোগটি ১৭ জুন অমিত মালব্যর করা টুইটের ভিত্তিতে করা হয়েছে।

Advertisment
publive-image
অমিত মালব্য

রমেশ বাবু অভিযোগ করেছেন যে মালব্যর টুইটে রাহুল গান্ধীর সম্পর্কে মন্তব্য করা হয়েছে, 'রাহুল গান্ধী বিপজ্জনক এবং একটি ছলনাময় খেলা খেলছেন' এবং 'আরও বিপজ্জনক স্যাম পিত্রোদার মত লোকেরা, যারা রাহুলের প্রসঙ্গ টেনে কট্টর ভারতবিরোধিতা করছেন। ভারতকে বদনাম করতে কোনও চেষ্টাই ছাড়ছেন না। বিদেশে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বিব্রত করার জন্য'। বাবুর অভিযোগ, এই সব কথা বলে রাহুল গান্ধীর মানহানি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজেপির আইটি সেলের প্রধানের ভিডিওটি বিভ্রান্তিকর। তার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হয়েছে।

আরও পড়ুন- অভিন্ন দেওয়ানি বিধি ইস্যুতে বিরোধীদের নিশানা, পাল্টা আক্রমণে ছাড়খার মোদী

মালব্যর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) ধারা ১৫৩ (এ)-এর অধীনে মামলা করা হয়েছে। বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা প্রচারকারীদের শাস্তি দেওয়ায় জন্য। পাশাপাশি, অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য ধারা ১২০বি, ৫০৫ (২)-এর অধীনে শত্রুতা, ঘৃণা বা খারাপ ইচ্ছা তৈরি বা প্রচার করার অভিযোগও আনা হয়েছে মালব্যর বিরুদ্ধে। পাশাপাশি, নির্দিষ্ট উদ্দেশ্য বা অভিপ্রায়ে কয়েকজন ব্যক্তির একই কাজ করার অভিযোগ বা ৩৪ নম্বর ধারাও মালব্যর বিরুদ্ধে দায়ের করা হয়েছে। মঙ্গলবারের পাশাপাশি, কর্ণাটকের গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতরাজ মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে যিনি কেপিসিসি কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল মিডিয়া বিভাগের চেয়ারম্যান, তিনি এবং বাবু-সহ বেশ কয়েকজন কংগ্রেস নেতা ১৯ জুন ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির পক্ষে মালব্যের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

karnataka CONGRESS bjp
Advertisment