ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার অনুমতির বিষয়টি আগামিকাল সকালের মধ্যেই স্পষ্ট করতে হবে রাজ্য প্রশাসনকে, এমনই নির্দেশ হাইকোর্টের। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখ পুলিশের অনুমতি না মেলায় আগরতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা হয়নি। ২২ তারিখ তা করতে চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল তৃণমূল। এখনও মেলেনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদযাত্রার অনুমতি। বিপ্লব দেব প্রশাসনের বিরুদ্ধে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় বাংলার শাসক দল তৃণমূল। মিছিলের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা করে তৃণমূল। সেই মামলার শুনানিতেই রাজ্য সরকারকে নয়া নির্দেশ আদালতের। আগামিকাল সকালের মধ্যে অভিষেকের মিছিলের অনুমতির বিষয়টি স্পষ্ট করে জানাতে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট।
তৃণমূলের নজরে ত্রিপুরা। বিজেপি শাসিত উত্তরপূর্বের এই রাজ্যে সংগঠন বিস্তারে মরিয়া তৃণমূল। যা ঘিরে উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি। এর আগে অভইষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব নেতৃত্ব ও সাসংসদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ঘাস-ফুল শিবির। ত্রিপুরায় গণতন্ত্র আক্রান্ত বলে দাবি করছে তৃণমূল। প্রতিবাদে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নেতৃত্বে আগরতলায় মিছিলের সিদ্ধান্ত নিয়েছে দল। আর সেই মিছিলের পুলিশি অনুমতি ঘিরেই তপ্ত ত্রিপুরার রাজনীতি।
প্রথম দু’বার ধাক্কা খাওয়ার পর, এবার রাজধানী শহরের বুকে অভিষেকের নেতৃত্বে মিছিল করতে মরিয়া তৃণমূল। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেছেন, 'এডিজির সঙ্গে দেখা করেছি। কিন্তু ২২ তারিখের কর্মসূচির এখনও অনুমতি পাইনি।'
উল্লেখ্য, ১৫ সেপ্টেম্বর আগরতলায় মিছিল করার অনুমতি চেয়ে আগরতলা পুলিশের কাছে ১১ সেপ্টেম্বর আবেদন জানিয়েছিল তৃণমূল। কিন্তু অন্যদলের মিছিলের কথা জানিয়ে তা নাকচ করে দেয় পুলিশ। পর দিন ১৬ সেপ্টেম্বর মিছিলের জন্য তৃণমূল ১৩ তারিখ আবেদন করে। কিন্তু, ভিস্বকর্মা পুজোর কথা বলে সেই আবেদনও খারিজ করে পুলিশ। ১৪ সেপ্টেম্বর ফের পুলিশের কাছে মিছিলের আবেদন জানানো হয়। এবার ২২ তারিখ মিছিল করার কথা বলা হয়। কিন্তু এখন পর্যন্ত এই আবেদনের প্রেক্ষিতে কোনও জবাব দেয়নি আগরতলা পুলিশ।
এই ইস্যুতে বিপ্লব দেব প্রশাসন ও ত্রিপুরার শাসক দল বিজেপির বিরুদ্ধে সরব তৃণমূলের এ রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। টুইটে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, 'আবার বাধার চক্রান্ত। ওরা হামলায় বীর। মামলায় বীর। রাজনীতিতে দেউলিয়া কাপুরুষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার ভয়ে কত কী! ১৫/৯ রেল ধর্মঘট ডাকল। আমরা মিছিল করিনি। ওরা তুলে নিল। এবার আবার। কোর্টে দেখা হবে। রাজপথেও। আর হ্যাঁ, নোটিসের ১০ দিন লাগছে না। ৪ দিনের মাথায় কাল খোয়াই থানা যাব।'
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন