Advertisment

'বিনা অনুমতিতে ভবানীপুরে মিছিল', দিলীপ ঘোষের বিরুদ্ধে মামলা পুলিশের

সোমবার ভবানীপুরে প্রচারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। পরিস্থিতি সামাল দিতে এক সময় বন্দুক বের করেন তাঁর নিরাপত্তারক্ষী।

author-image
IE Bangla Web Desk
New Update
Police lodge suo moto case against Dilip Ghosh

দিলীপ ঘোষ

অনুমতি না নিয়ে সোমবার ভবানীপুরে মিছিল করেন দিলীপ ঘোষ, এই অভিযোগে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের পুলিশের। সোমবারই ভবানীপুর উপনির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। যদুবাবুর বাজারে প্রচারে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। বিজেপি সাংসদকে ঘিরে ধরে চলে বিক্ষোভ, গো-ব্যাক স্লোগান। বাধার মুখে পড়ে মেজাজ হারান দিলীপ ঘোষও। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এক সময় পিস্তল উঁচিয়ে বিক্ষোভকারীদের তেড়ে যান তাঁর নিরাপত্তারক্ষী।

Advertisment

সোমবার ভবানীপুরে দলীয় প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের হয়ে প্রচারে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যদুবাবুর বাজারে প্রচারে গেলে প্রবল বাধার মুখে পড়তে হয় দিলীপ ঘোষকে।

তাঁকে ঘিরে ধরে চলে বিক্ষোভ, স্লোগান। বিক্ষোভকারীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায় দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষীদের। বিক্ষোভকারীদের হাত থেকে দিলীপ ঘোষকে বাঁচাতে এক সময় বন্দুক বের করেন তাঁর এক নিরাপত্তারক্ষী। গোটা ঘটনায় রাজ্যের শাসকদল তৃণমূলকেই নিশানা করেছে পদ্ম শিবির।

আরও পড়ুন- ভবানীপুরের ভোটে বাধা নেই, ৩০ সেপ্টেম্বরই উপনির্বাচন: হাইকোর্ট

ভবানীপুরে তাঁর প্রাণ সংশয়ের পরিস্থিতি তৈরি হয়েছিল বলে অভিযোগ দিলীপ ঘোষের। ভবানীপুরে আইনশৃঙ্খলার পরিবেশ ভেঙে পড়েছে বলে দাবি করে উপনির্বাচন স্থগিত রাখারও দাবি তোলেন বিজেপি নেতা। গোটা ঘটনা নির্বাচন কমিশনে জানিয়েছেন বিজেপি নেতারা। এরপর মঙ্গলবার দিলীপ ঘোষের বিরুদ্ধেই পদক্ষেপ করল পুলিশ। অনুমতি না নিয়ে ভবানীপুরে মিছিলের অভিযোগ দিলীপের বিরুদ্ধে। স্বতঃপ্রণোদিতভাবে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে মামলা পুলিশের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp dilip ghosh police Bhabanipur By-poll
Advertisment