/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/baba-ramdev-7.jpg)
রামেশ্বরমের একটি মন্দিরে ভক্তদের আয়োজিত সভায় যোগ দিতে তামিলনাড়ু পৌঁছলেন যোগ গুরু বাবা রামদেব। আর সেখানেই তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বললেন, এখন রাজনৈতিক পরিস্থিতি এতটাই কঠিন যে বলা সম্ভবই নয় দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে পারেন।
মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দের পৌঁছৈ সাংবাদিকদের রামদেব বলেন, "২০১৯ অর্থাৎ বর্তমান ভারতের রাজনৈতিক পরিস্থিতি ভীষণ টালমাটাল। আমরা এখনই বলতে পারব না পরবর্তী প্রধানমন্ত্রী কে হতে চলেছেন কিংবা দেশকে কে এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু কঠিন হলেও এই পরিস্থিতি কৌতূহল সৃষ্টি করছে, দেশীয় রাজনৈতিক পরিমন্ডলে লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়েছে।" যদিও তাঁর রাজনীতিতে কোনও আগ্রহ ছিল না বলেই জানিয়েছেন বাবা রামদেব । তিনি বলেন, "রাজনীতি নিয়ে আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি হলো, এখন আমি কোনও দলের সমর্থন বা বিরোধিতা করছি না।"
তিনি আরও বলেন, তাঁর লক্ষ্য "হিন্দু রাষ্ট্র" নয়, বরং তিনি চান সম্পূর্ণ আধ্যাত্মিক দেশ তৈরি করতে। "যোগশিক্ষা, বৈদিক ও ঐশ্বরিক অনুশীলনের মাধ্যমে একটি আধ্যাত্মিক রাষ্ট্র তৈরি করতে চাই। আমরা একটি আধ্যাত্মিক ভারত তৈরি করছি, আমাদের উদ্দেশ্য আধ্যাত্মিক ভারত ও আধ্যাত্মিক বিশ্ব নির্মাণ। এটাই বতর্মানে আমাদের পাখির চোখ।"
আরও পড়ুন: উত্তরপ্রদেশে বাজপেয়ীর মূর্তি বানাবেন যোগী আদিত্যনাথ
পরে মাদুরাই থেকে রামেশ্বরম গিয়ে একই কথা সংবাদমাধ্যমকে বলেন তিনি, "রাজনীতিতে বড় লড়াই চলছে।" তিনি আবারও জানান, "আমি কোনো রাজনৈতিক দল বা রাজনীতিকের সমর্থন কিংবা বিরোধিতা করছি না। কিন্তু যে রাজনৈতিক সঙ্কট ও অস্থিরতা আমি দেখছি, সেটা ভারতের পক্ষে ভাল নয়।" এই মন্তব্যের সঙ্গেই তিনি পরে যোগ করেন, "কে জিতবেন এবং কে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, এখনই তা বলা যাচ্ছে না। তবে এই রাজনৈতিক তরজা বেশ মজার।"
রামদেব বলেন, তামিলনাড়ুতে তিনি এসেছেন তাঁর ভক্তদের ডাকে। পাঁচ দিনের এই আলোচনাসভায় পুরো দেশ থেকে ভক্ত সমাগম হবে, বলা যায় "একটি আন্তর্জাতিক সভা"। তিনি বলেন, "আমাদের আলোচ্য বিষয় হলো 'আধ্যাত্মিক ভারত ও বিশ্ব নির্মাণের নিরিখে জাতীয় পরিকাঠামোর সমৃদ্ধি'।"
আরও পড়ুন: এবার নাসিরুদ্দিনকে দেশদ্রোহী বললেন রামদেব
রামদেব দাবি করেন, তাঁর কোনও ধর্মীয় বা রাজনৈতিক আগ্রাসনের প্রতি সমর্থন নেই। প্রতিটি রাজ্যে তিনি বিনামূল্যে যোগব্যয়ামের অনুষ্ঠানের আয়োজন করছেন। রামদেব স্মরণ করিয়ে দেন, যোগাসন নির্দিষ্ট কোনও ধর্মের জন্য নয়, বরং এটা একটি "বিজ্ঞান ও বৈজ্ঞানিক জীবনশৈলী যা মানুষকে আত্মোপলব্ধির পথে চালিত করে"।
Read the full story in English