দিল্লির কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় অরবিন্দ কেজরিওয়ালকে আজই ED-র দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। একদিকে দল যখন কেজরিওয়ালের গ্রেফতারির আশঙ্কা করছে ঠিক তখনই দিল্লিতে ইডির স্ক্যানারে আরও এক মন্ত্রী, ৯ জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজ অর্থাৎ বৃহস্পতিবার ইডি-র সামনে হাজির হতে পারেন। মদ কেলেঙ্কারি মামলায় তাকে জেরা করবে ইডি। অরবিন্দ কেজরিওয়ালের আগে আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লি সরকারের মন্ত্রী মণীশ সিসোদিয়াকেও এই মামলায় গ্রেফতার করা হয়েছে। এখন এই বিষয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ইডির সমন ঘিরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মদ কেলেঙ্কারি মামলায় তাঁকে পাঠানো সমন অবৈধ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। বিজেপির ‘অনুরোধেই’ সমন পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন কেজরিওয়াল।
আপ সুপ্রিমো বলেছেন যে চারটি রাজ্যে আসন্ন নির্বাচনী প্রচার আটকানোর জন্যই তাকে ইডি নোটিশ পাঠিয়েছে অডি। তদন্তকারী সংস্থাকে অবিলম্বে নোটিশটি প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন কেজরিওয়াল। সূত্রের খবর, বিধানসভা ভোটের প্রচারে কেজরিওয়ালের আজ মধ্যপ্রদেশের সিংরাউলিতে যাওয়ার কথা।
দিল্লি সরকারের কথিত মদ কেলেঙ্কারির ঘটনায় সোমবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই অনুযায়ী, আজ (২ নভেম্বর) ইডির জেরার মুখোমুখি হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। ঠিক তার আগেই সমাজকল্যাণ মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে ইডি হানা দিয়েছে এবং ৯ জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযানের কারণ এখনও স্পষ্ট নয়। ইডির অভিযানের পর রাজকুমার আনন্দের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
কথিত আবগারি নীতি কেলেঙ্কারির দায়ে ইতিমধ্যেই জেলে রয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সম্প্রতি সাংসদ সঞ্জয় সিংকে ইডি গ্রেফতার করেছে। এই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকেও তলব করেছে ইডি। একইভাবে মন্ত্রী রাজকুমার আনন্দের বাড়িতে ইডি হানা দিতেই দিল্লিতে তোলপাড় শুরু হয়েছে।
"কেজরিওয়ালকে গ্রেফতার করা হতে পারে"
মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে ইডি গ্রেফতার করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আপ নেতা অতীশি। অতীশি আরও অভিযোগ করেছেন যে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি বিরোধী নেতাদের জেলবন্দী করে আসন্ন নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে উঠেছে।
তিনি বলেছেন,“কেজরিওয়ালকে নির্বাচনে পরাজিত করা যাবে না জেনে AAP-কে টার্গেট করার জন্য বিজেপি এই কৌশল নিয়েছে। বিজেপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে আক্রমণ করার জন্যই কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কেজরিওয়ালকে ভয় দেখানো হচ্ছে”।