আদালতে ফের ধাক্কা শাসক দলের। পিছিয়ে গেল পঞ্চায়েত মামলার শুনানি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে শুনানি পিছিয়ে গেল সোমবার পর্যন্ত। গতকালই পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় ওপর স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনকে বিস্তারিত রিপোর্ট পেশ করতে বলে।
আরও পড়ুন,পঞ্চায়েত ভোট: বিজেপি, বামেদেরকে ফের হাইকোর্টে যেতে নির্দেশ সুপ্রিম কোর্টের
পঞ্চায়েত ভোটপ্রক্রিয়াকে প্রহসন বলে আগেই কটাক্ষ করেছিলেন বিরোধীরা। বিজেপি মনোনয়নপত্র পেশে কারচুপি ও সন্ত্রাসের অভিযোগে আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থও হয়েছিল, যদিও সেখান থেকে শূন্য হাতেই ফিরে আসতে হয় তাদের। আদালতের আজকের রায়ে খুশি বিরোধী দলগুলি।
আরও পড়ুন, পঞ্চায়েত ভোট: ১৬ এপ্রিল পর্যন্ত ভোট প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি হাইকোর্টের
এপ্রিল মাসের ১৬ তারিখ পর্যন্ত পঞ্চায়েত ভোটের প্রক্রিয়ায় স্থগিতাদেশ আদালতের। এদিন কলকাতা হাইকোর্ট বলে, প্রয়োজনে ভোটের দিনও পিছোতে পারে। অন্যদিকে, আজ পঞ্চায়েত ভোটে মনোনয়নপর্বে শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নেমেছে বামেরা। রাজ্য জুড়ে চ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধারণ ধর্মঘটের ডাক দেয় তারা, যদিও সে ধর্মঘটের প্রভাব আদৌ জনজীবনে পড়েনি বললেই চলে।