পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। এক নজরে দেখে নিন কোন রাজ্যে কবে ভোটপর্ব অনুষ্ঠিত হতে চলেছে।
৫ রাজ্যের নির্বাচনী নির্ঘন্ট একনজরে
মিজোরাম- ৭ নভেম্বর (রাজ্যে এক দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে)
ছত্তিশগড়-৭ নভেম্বর (রাজ্যে প্রথম দফার ভোট) এবং ১৭ নভেম্বর (রাজ্যে দ্বিতীয় দফার ভোট)
মধ্যপ্রদেশ-১৭ নভেম্বর (রাজ্যে এক দফায় ভোট)
রাজস্থান- ২৩ নভেম্বর (রাজ্যের এক দফায় ভোট)
তেলেঙ্গানা- ৩০ নভেম্বর (রাজ্যে এক দফায় ভোট)
পাঁচ রাজ্যের ভোটগণনা ৩রা ডিসেম্বর।
২৩০ আসন বিশিষ্ট মধ্যপ্রদেশ বিধানসভা, ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভা, ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড়, ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর জানুয়ারিতে এবং ৪০ আসন বিশিষ্ট মিজোরামের বিধানসভার মেয়াদ চলতি বছরের ১৭ ডিসেম্বর শেষ হতে চলেছে। তার এগেই আজ আজ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। ২৪-এর লোকসভা নির্বাচনের ৫ রাজ্যের নির্বাচনকে সেমিফাইনাল হিসাবে দেখছে রাজনৈতিক দলগুলি। এই পাঁচ রাজ্যের বিধান সভা নির্বাচনের ফলাফল আগামী লোক সভা নির্বাচনের ফলাফলের একটা আভাস দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করল নির্বাচন কমিশন। সংবাদ সম্মেলন করে নির্বাচনের তারিখ ঘোষণা করেন মুখ্য নির্বাচন কমিশনর। ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটযুদ্ধের আসরে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। মিজোরাম নির্বাচন স্পষ্ট করে দেবে উত্তর-পূর্বের মানুষ কোন রাজনৈতিক দলে আস্থা রাখলেন। অন্যদিকে তেলেঙ্গানা নির্বাচনে একাধিক দলের মধ্যে লড়াই লক্ষ্য করা যাচ্ছে।
বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে বিরোধী দলগুলি ইন্ডিয়া জোট গঠন করেছে, যার নেতৃত্বে রয়েছে কংগ্রেস। জোটে প্রায় সব বিরোধী দল অংশ নিয়েছে। জোটের আসল পরীক্ষা হতে চলেছে এই পাঁচরাজ্যের বিধানসভা নির্বাচন। পরীক্ষায় উত্তীর্ণ হলে জোটের ভবিষ্যৎ যাত্রা আরও সহজ হবে তা বলাই বাহুল্য। I.N.D.I.A-এর ব্যানারে কংগ্রেস সহ ২০ টিরও বেশি বিরোধী দল একসঙ্গে লড়াইয়ের মঞ্চে নেমেছে। মধ্যপ্রদেশের ২৩০টি, রাজস্থানের ২০০টি, তেলেঙ্গানায় ১৯৯টি, ছত্তিশগড়ে ৯০টি এবং মিজোরামের ৪০টি বিধানসভা আসনের জন্য নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন।
মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৭ ডিসেম্বর। সেখানে ক্ষমতায় রয়েছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড় এবং রাজস্থানের বিধানসভার মেয়াদ আগামী বছরের জানুয়ারিতে শেষ হচ্ছে। তেলেঙ্গানায় ক্ষমতাসীম ভারত রাষ্ট্র সমিতি (BRS) ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে মরিয়া। অন্যদিকে মধ্যপ্রদেশে বিজেপির অগ্নিপরীক্ষা। ছত্তিশগড় ও রাজস্থান কংগ্রেসের কাছে বড় চ্যালেঞ্জ।
নির্বাচনের তারিখ ঘোষণা করার সময় প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেন, "কমিশন ৪০ দিনের মধ্যে পাঁচটি রাজ্যে গিয়েছিল। নির্বাচনে যারা অংশ নেবেন তাদের সবার সঙ্গে কথা বলেছে কমিশনের প্রতিনিধিরা। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও দেখা করে তাদের পরামর্শ নিয়েছে কমিশন। পাঁচটি রাজ্যের ৬৭৯ টি বিধানসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।”সোমবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, এবার প্রথমবার ভোট দেবেন এমন ভোটারের সংখ্যা ৬০ লাখ। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় এবং মিজোরাম- এই পাঁচটি রাজ্যেই জেন্ডার রেশিও ক্রমাগত উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার।
১৭ অক্টোবর ভোটের তালিকা প্রকাশ করা হবে
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, ১৭ অক্টোবর ভোট তালিকা প্রকাশ করা হবে, ২৩ অক্টোবর পর্যন্ত ভোট তালিকা সংশোধনের সুযোগ থাকবে।৮ হাজারের বেশি ভোটকেন্দ্রের দায়িত্বে থাকবেন মহিলারা।
এক নজরে ৫ রাজ্যের ভোট কেন্দ্রের সামগ্রিক চিত্র
অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ECI-এর cVigil অ্যাপের মাধ্যমে ECI-কে যেকোন ধরনের নির্বাচনী অসদাচরণের রিপোর্ট করতে পারবেন সাধারণ নাগরিক এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশন।
মিজোরাম, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে নির্বাচন ৭ নভেম্বর
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন মিজোরামে আগে নির্বাচনপর্ব অনুষ্ঠিত হবে। ৭ নভেম্বর মিজোরামে ভোট হবে। এ ছাড়া আগামী ৭ নভেম্বর ছত্তিশগড়েও ভোটপর্ব অনুষ্ঠিত হবে হবে। মধ্যপ্রদেশের একক পর্বে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ নভেম্বর।
ছত্তিশগড়ে দু'দফায় ভোট
ছত্তিশগড়ে দু'দফায় ভোট হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে প্রথম পর্বের নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ নভেম্বর এবং দ্বিতীয় দফার ভোট হবে ১৭ নভেম্বর।
রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানায় ৩০ নভেম্বর নির্বাচন
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানিয়েছেন রাজস্থানে ২৩ নভেম্বর এবং তেলেঙ্গানায় নির্বাচন হবে আগামী ৩০ নভেম্বর। ভোটগণনা ৫ রাজ্যে ৩ রা ডিসেম্বর।