চার রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল সাফল্যের জন্য সোমবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে করতালি দিয়ে স্বাগত জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির অন্য সাংসদরা। 'মোদী, মোদী' স্লোগানে ভরে ওঠে অধিবেশন কক্ষ।
সোমবার কেন্দ্রীয় বাজেটের দ্বিতীয় পর্বের অধিবেশনের শুরুতেই সংসদে 'মোদী, মোদী' স্লোগান। সোমবার প্রধানমন্ত্রী লোকসভায় ঢুকতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনরা তাঁকে স্বাগত জানান।
উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরে ফের ক্ষমতায় ফিরেছে বিজেপি। নির্বাচনের আগে এই চার রাজ্যেই একাধিকবার প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। দলের প্রার্থীদের জেতানোর আবেদনের পাশাপাশি তীক্ষ্ণ ও সুচারু বক্তৃতায় তুলোধনা করেছেন বিরোধীদের। মোদীর প্রতিটি সভাতেই ছিল উপচে পড়া ভিড়। নির্বাচনের ফলেও দেখা গিয়েছে ফের মোদীতেই আস্থা রেখেছে চার রাজ্য। গো বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশ ছাড়াও উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় ক্ষমতায় ফিরেছে গেরুয়া দল।
আরও পড়ুন- সংসদে বিরোধী ঐক্য: কংগ্রেসের আহ্বানে আদৌ সাড়া দেবে TMC-AAP? সন্দেহ হাত শিবিরেই/
মোদীর বিপুল জনপ্রিয়তার উপর ভর করেই চার রাজ্যের বিধানসভা ভোটে সাফল্য পেয়েছে দল, এমনই মনে করেন বিজেপির শীর্ষ নেতারা। এদিন মোদী লোকসভায় ঢুকতেই তাঁকে স্বাগত জানান বিজেপি সাংসদরা।
উল্লেখ্য, পঞ্জাব ছাড়া বাকি চার রাজ্যের বিধানসভা ভোটেই বজরকাড়া সাফল্য এসেছে পদ্ম শিবিরের। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বাইশের বিধানসভা ভোটের এই ফল গেরুয়া শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে তা বলাই বাহুল্য।
Read story in English